কয়রায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এদেশের ১৮ কোটি মানুষের ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী এবং সৎ , দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির কারখানা। তিনি ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ৯টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলী শেষে কয়রা জামায়াতের অফিস মোড়ে পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন,গত ১৬ বছর আমরা জুলুম নির্যাতনের শিকার ছিলাম।
আকাশ পরিষ্কার হয়ে গেছে জালিমরা দেশ থেকে বিতাড়িত হয়েছে। এই সুযোগে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য প্রতিষ্ঠা করে আমরা এদেশের একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবুজার গিফারির সভাপতিত্বে পথসভায় বকৃতা করেন, কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, সাবেক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মাসুদুর রহমান, কয়রা সদর ইউনিয়ন আমির মিজানুর রহমান, দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী অয়েজকুরুনি, সাবেক বায়তুল মাল সম্পাদক ইসমাইল হোসেন রাজু, কয়রা উপজেলার সভাপতি সামিউল ইসলাম ও সেক্রেটারি মাজহারুল ইসলাম প্রমুখ।