চিঠি পাচ্ছেন ভারপ্রাপ্তরা আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা আজ

Awamiliegue.jpg

দেশের তথ্য ডেস্ক।।।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠেয় এ সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সভায় দলের সব পর্যায়ে দায়িত্বরত ভারপ্রাপ্ত নেতৃবৃন্দ বিশেষ করে ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকদের ভারমুক্ত করে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে। এর আগে গত ৬ আগস্ট দলের বিশেষ বর্ধিত সভায় ভারপ্রাপ্ত নেতৃবৃন্দকে ভারমুক্ত করার ঘোষণা দিয়েছিলেন দলীয় প্রধান শেখ হাসিনা। তাঁর এ ঘোষণা দলের তৃণমূল পর্যায়ের রাজনীতিতে বিশেষ গতি আনবে বলে নেতৃবৃন্দ মনে করছেন। সেই সঙ্গে আগামী নির্বাচনে সাংগঠনিক কর্মকাণ্ডেও বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে বলেও দলীয়ভাবে ধারণা করা হচ্ছে।

আজকের সভায় আগামী নির্বাচনের প্রস্তুতির বিষয়ে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন।

Share this post

PinIt
scroll to top