সেমিতে মায়ামি আবারও মেসি ম্যাজিক ।।।

messi-1.jpg

ক্রীড়া প্রতিবেদক

বয়সের কোটা ৩৬ পেরোলেও লিওনেল মেসি যেন এখনও সেই ২০ বছরের তরুণ। যার পায়ের যাদুতে মুগ্ধ গোটা ফুটবল বিশ্ব। খাদের কিনারায় থাকা একটি দলকে কীভাবে সাফল্যের ভেলায় ভাসাতে হয় তাই যেন ফের করে দেখালেন এই আর্জেন্টাইন তারকা। যোগ দেওয়ার এক মাসের মাথায় নতুন ক্লাব ইন্টার মায়ামিকে তুললেন লিগস কাপের সেমি ফাইনালে।

আজ শনিবার (১২ আগস্ট) লিগস কাপের কোয়ার্টার ফাইনালে শার্লটের বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে মেসি করলেন মায়ামির শেষ গোল। কোয়ার্টার ফাইনালে জিতে লিগ শিরেপা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল মায়ামি।

ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল মায়ামি। এর ফল পেতেও খুব বেশি লাগেনি। ম্যাচের ১২তম মিনিটে পেনাল্টি থেকে লিড নেয় মায়ামি। জোসেফ মার্টিনেজ গোলপোস্টের ডানদিক দিয়ে বল জালে জড়ান। এরপর ৩০ মিনিটে মেসির বাঁ পায়ের শট আটকে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। দিয়েন্দ্রা ইয়েডলিনের পাস থেকে দুই মিনিট পর রবার্ট টেলর ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় মায়ামি।

বিরতি থেকে ফিরে একের পর এক আক্রমণ করেও কোনোভাবেই ব্যবধান বাড়াতে পারছিল না মায়ামি। তবে, ৭৮তম মিনিটে এডিলসন মালান্ডার আত্মঘাতী গোলে ৩-০ তে এগিয়ে যায় মায়ামি। সমর্থকদের চাওয়া ছিল এমন জয়ে মেসি যেন একটি গোল করেন।

সমর্থকদের হতাশ করেননি মেসি। ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে মেসি উল্লাসে মাতান স্বাগতিক দর্শকদের। ম্যাচের ৮৬তম মিনিটে বক্সের মধ্যেই লিওনার্ড কাম্পানার পাসে বাঁ পায়ের আলতো টোকায় দারুণ এক গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার। তার গোলেই ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠে ছাড়ে মায়ামি। এই গোলের সুবাদে পাঁচ ম্যাচে মেসির বেড়ে হলো আট।

Share this post

PinIt
scroll to top