দেশের তথ্য ডেস্ক:-
১১ আগস্ট ২০২৩ তারিখ রাত্র অনুমান ০২.৩৫ ঘটিকার সময় খানজাহান আলী থানাধীন শিরোমনি পূর্বপাড়া মোঃ সুজন মল্লিকের একতলা টিনশেড বিল্ডিং বিশিষ্ট বসত বাড়ীতে একটি চৌকষ টিমের বিশেষ অভিযানে মোঃ সুজন মল্লিক (৩৪), পিতা- মোঃ সৈয়দ মল্লিক, মাতা- শাহানারা বেগম, সাং- শিরোমনি পূর্বপাড়া, কাজীবাড়ী, থানা- খানজাহান আলী, জেলা-খুলনার নিজ শয়ন কক্ষে তার ব্যবহৃত খাটের মাথার দিকে বাম পাশে তোশকের নিচে একটি পেস্ট কালারের টিস্যু ব্যাগের মধ্য হতে একটি কাঠের বাটযুক্ত ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল এবং অপর একটি লাল টিস্যু ব্যাগে ০৪ (চার) রাউন্ড বন্দুকের গুলি নিজ হাতে বাহির করে দেয়া মতে উদ্ধারপূর্বক গ্রেফতার করা হয়েছে।উক্ত পিস্তলের স্লাইডের একপাশে ইংরেজিতে অস্পষ্ট অক্ষরে “MADE IN USA” অপর পাশে ইংরেজিতে অস্পষ্ট অক্ষরে “7657ROUND এবং ব্যারেলের উপরে ইংরেজিতে অস্পষ্ট অক্ষরে “ONLY FOR ARMS” লেখা রয়েছে। স্লাইডের অগ্রভাগে একপাশে অস্পষ্ট অক্ষরে ইংজিতে “NO23” লেখা রয়েছে।এছাড়াও ০৪ (চার) রাউন্ড বন্দুকের গুলি, I) যার একটির পারকিউশন ক্যাপের চারপাশে ইংরেজিতে ০৪টি “12” এবং ০৪টি তারকা চিহ্ন আছে। II) যার একটি’র পারকিউশন ক্যাপের চারপাশে ইংরেজিতে ০২টি “12” এবং ০২টি তারকা চিহ্ন আছে। III) যার একটি’র পারকিউশন ক্যাপের চারপাশে দুইবার SHAKTIMAN EXPRESS ও ইংরেজিতে ০২টি “12” লেখা আছে। IV) যার একটি’র পারকিউশন ক্যাপের চারপাশে দুইবার WINCHESTER এবং ইংরেজিতে ০২টি “12” লেখা আছে।
উল্লেখিত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে ০৫ (পাঁচ) দিনের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অত্র মামলায় বাদী এসআই(নিঃ) মোঃ ইসতিয়াক আহমেদ এবং তদন্তকারী অফিসার এসআই(নিঃ) দিবস কুমার মৃধা যার খানজাহান আলী থানার মামলা নং-০৮, তাং-১১/০৮/২০২৩ খ্রিঃ, ধারা- 1878 The Arms Act 19A.