ডেঙ্গুতে আরও এক নারী চিকিৎসকের মৃত্যু

.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

ডেঙ্গুতে আক্রান্ত হয় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের নারী চিকিৎসক শরীফা বিনতে আজিজ মারা গেছেন। শুক্রবার (১১ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) তিনি মারা যান। বৃহস্পতিবার বিকেলে শরিফাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

শরিফার গ্রামের বাড়ি ঢাকা জেলার দোহার জয় পাড়া গ্রামে। তার বাবার নাম আজিজ ভূঁইয়া।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডা. শরিফা রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন। বর্তমানে ইন্টার্ন করছিলেন।

এর আগে গত ৭ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাণ গেল আলমিনা দেওয়ান মিশু নামে আরেক নারী চিকিৎসকের।

Share this post

PinIt
scroll to top