কেএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টার কর্তৃক ভিকটিম রুবাইয়া’কে তার পিতার নিকট হস্তান্তর:

rubaiya.jpg

দেশের তথ্য ডেস্ক:-  

গত ০৫ আগস্ট ২০২৩ খ্রি: রাত্র অনুমান ০১:১৫ ঘটিকায় সোনাডাঙ্গা বাসষ্ট্যান্ড থেকে একটি কন্যা শিশু (মানসিক বিকারগ্রস্থ) বাসষ্ট্যান্ডের জনৈক ব্যক্তি সোনাডাঙ্গা থানায় নিয়ে আসেন। তৎপরবর্তীতে উক্ত শিশুকে সোনাডাঙ্গা থানা ভিকটিম সাপোর্ট সেন্টার, কেএমপি, খুলনায় হস্তান্তর করে। ভিকটিম নিজের নাম রুবাইয়া ছাড়া আর কোনকিছু বলতে পারে না। ভিকটিম সাপোর্ট সেন্টারে কর্মরত এসআই (নিঃ) ডলি সরকার ও এসআই (নিঃ) ফাতেমা খাতুন সঙ্গীয় নারী কনস্টেবল সহ চেষ্টা করে ভিকটিমের নিজ বাড়ির ঠিকানা খুঁজে পায়। ভিকটিমের বাবার মোবাইল নম্বর সংগ্রহ করে তার বাবাকে ফোন করলে তিনি জানান তার নাম মোঃ আছাদুল, পিতা-রহিম বক্স, সাং-আরাপপুর থানা ও জেলা-ঝিনাইদহ এবং ভিকটিমের নাম রুবাইয়া, বয়স ১১ বছর। ভিকটিমের বাবা ভিকটিম সাপোর্ট সেন্টার, খুলনায় আসলে ভিকটিমের জন্মসনদ ও তাহার বাবার পরিচয়পত্র যাচাই করে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহপূর্বক প্রবেশন অফিসার, সমাজসেবা অধিদপ্তর, খুলনার পক্ষে জনাব মোঃ হারুন অর রশিদ; অফিসার ইনচার্জ, ভিকটিম সাপোর্ট সেন্টার জনাব পারভীনা খাতুন এবং অফিসার ও ফোর্সের সহায়তায় জিডি মূলে ভিকটিম কে তার বাবার জিম্মায় প্রদান করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top