খুবিতে এএমএমএস সফটওয়্যার বিষয়ে প্রশিক্ষণ ডিজিটাল অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রাখতে পারে : ড. আবু তাহের

khubi.jpg

দেশের তথ্য ডেস্ক খুলনা প্রতিনিধি :-  বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের বলেছেন, স্মার্ট বাংলাদেশ বলতে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটিকে বোঝায়। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডি-নথি, ই-গভর্নেন্স সর্বোপরি ডিজিটাল অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে দেশের বিশ্ববিদ্যালয়গুলো অগ্রণী ভূমিকা রাখতে পারে। বিশ্ববিদ্যালয়গুলো চাইলেই নিয়মিত অডিট পরিকল্পনা ও এর বাস্তবায়নের মাধ্যমে আর্থিক শৃঙ্খলা অনেকাংশে ফিরিয়ে আনতে পারে। এ কাজে বিশ্ববিদ্যালয়ের অডিট সেলকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
শনিবার সকাল ৯টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ইউজিসি’র আয়োজনে ‘অডিট ম্যানেজমেন্ট এন্ড মনিটরিং সিস্টেম (এএমএমএস) ২.০’ সফটওয়্যার বিষয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। স্বাগত বক্তৃতা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউজিসি’র উপ-পরিচালক (অডিট) মোঃ আব্দুল মান্নান।

এ সময় ইউজিসি’র অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তাফিজার রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমানসহ প্রশিক্ষণে নেওয়া খুলনা অঞ্চলের ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগ এবং অডিট সংশ্লিষ্ট ২২ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Share this post

PinIt
scroll to top