Dhaka 10:51 am, Saturday, 5 July 2025

কয়রায় সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবী ও ঠিকাদারের লোকজনদেরকে মারপিটের অভিযোগ 

 

খুলনার কয়রায় সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবী ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞতানামা ১০/১৫ জনের বিরুদ্ধে কয়রা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

 

গত ৩ ফেব্রুয়ারী সোমবার ঠিকাদারী প্রতিষ্ঠান আমিন এন্ড কোং লিঃ এর ম্যানেজার রামপাল থানার গৌরম্ভা গ্রামের আব্দুল হাই মোল্লার ছেলে মোঃ রাসেল মোল্লা বাদী হয়ে এই অভিযোগ করেন। এতে কয়রা উপজেলার ২নং কয়রা গ্রামের সবুর সানার পুত্র এসকে গালিবকে ১নং আসামী করা হয়েছে । অভিযোগে অন্যান্য যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা হলেন, কয়রা সদরের নুসরাত ঐশি, উত্তর বেদকাশী ইউনিয়নের শাকবাড়ীয়া গ্রামের উজ্জল বাইন, মিনারা খাতুন, মতিয়ার সরদার, রবীন্দ্রনাথ বাইন, সাবিত্রী, ফাতেমা ও বেদকাশী (দিঘিরপাড়ের) এলাকার মনিরুল ইসলাম।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, কয়রা থানাধীন উত্তর বেদকাশী ইউনিয়নের শাকবাড়ীয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণ কাজটি পায় আমিন এন্ড কোং লিঃ । কাজটি ২ বছর যাবৎ চলমান রয়েছে। এমতবস্থায় গত ২ ফেব্রয়ারী সন্ধায় উল্লেখিত ১ ও ২ নং বিবাদী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে কাজ বন্ধ করে দেয়। এ ছাড়া বেড়িবাঁধ নির্মাণ কাজে বাধা সৃষ্টি করে তারা। প্রতিবাদ করলে তারা ঠিকাদারের অধিনস্থ বিপুল শেখ, হৃদয় মোল্লা, শাওন শেখ ও বায়জিদ মোল্লাকে লোহার রড দিয়ে মারপিট করে জখম করে। এসময় বাদির কাছে থাকা ১ লক্ষ ৬০ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয়। তখন তাদের হাঁক চিৎকারে আশে-পাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের কবল হতে ঠিকাদারের অধিনন্থ লোকজনকে উদ্ধার করে। পরবর্তীতে তারা কোম্পানির ড্রাইভার বিপুলকে জোর পূর্বক আটক করে বাড়ীতে নিয়ে যায়। এমনকি হুমকী দিয়ে জানায় বেড়ীবাঁধের কাজ করতে হলে ২ লক্ষ টাকা চাঁদা দিয়ে কাজ করতে হবে। না হলে কাজ করতে দেয়া হবেনা। তখন নিরুপায় হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে কাটকাটা ফাঁড়ি পুলিশের মাধ্যমে বিপুলকে উদ্ধার করতে সক্ষম হয়। তাদের অবস্থা গুরতর হলে কয়রা উপজেলা হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তাদের হুমকির কারণে বেড়িবাঁধের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে শান্তি শৃঙ্খলা ব্যাহত হওয়ার সম্ভবনা থাকায় থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে । তবে বিষয়টি নিয়ে অভিযুক্ত ১নং বিবাদী এসকে গালিবের নিকট জানতে চাইলে তিনি বলেন, ঠিকাদারের লোকজন একটি দরিদ্র পরিবারের ঘরের ভিতরে মাটি দিচ্ছিল সেটা নিষেধ করলে তারা আমাদের বিরুদ্ধে চড়াও হয়। ঐ বিষয়কে কেন্দ্র করে ঠিকাদারের লোক অপপ্রচার চালিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করেছে।

খুলনা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক তাসনিম আলম এর নিকট জানতে চাইলে তিনি বলেন, সমন্বয়কের পরিচয়ে এ ঘটনার ব্যাপারে আমার কিছু জানা নেই। ঘটনার বিষয়ে নিশ্চিত হয়ে জানাবো।

এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক বলেন, দু’পক্ষই থানায় অভিযোগ করেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় খানজাহান আলী থানা শ্রমিক দলের কমিটি গঠন

কয়রায় সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবী ও ঠিকাদারের লোকজনদেরকে মারপিটের অভিযোগ 

প্রকাশঃ 06:02:11 pm, Tuesday, 4 February 2025

 

খুলনার কয়রায় সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবী ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞতানামা ১০/১৫ জনের বিরুদ্ধে কয়রা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

 

গত ৩ ফেব্রুয়ারী সোমবার ঠিকাদারী প্রতিষ্ঠান আমিন এন্ড কোং লিঃ এর ম্যানেজার রামপাল থানার গৌরম্ভা গ্রামের আব্দুল হাই মোল্লার ছেলে মোঃ রাসেল মোল্লা বাদী হয়ে এই অভিযোগ করেন। এতে কয়রা উপজেলার ২নং কয়রা গ্রামের সবুর সানার পুত্র এসকে গালিবকে ১নং আসামী করা হয়েছে । অভিযোগে অন্যান্য যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা হলেন, কয়রা সদরের নুসরাত ঐশি, উত্তর বেদকাশী ইউনিয়নের শাকবাড়ীয়া গ্রামের উজ্জল বাইন, মিনারা খাতুন, মতিয়ার সরদার, রবীন্দ্রনাথ বাইন, সাবিত্রী, ফাতেমা ও বেদকাশী (দিঘিরপাড়ের) এলাকার মনিরুল ইসলাম।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, কয়রা থানাধীন উত্তর বেদকাশী ইউনিয়নের শাকবাড়ীয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণ কাজটি পায় আমিন এন্ড কোং লিঃ । কাজটি ২ বছর যাবৎ চলমান রয়েছে। এমতবস্থায় গত ২ ফেব্রয়ারী সন্ধায় উল্লেখিত ১ ও ২ নং বিবাদী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে কাজ বন্ধ করে দেয়। এ ছাড়া বেড়িবাঁধ নির্মাণ কাজে বাধা সৃষ্টি করে তারা। প্রতিবাদ করলে তারা ঠিকাদারের অধিনস্থ বিপুল শেখ, হৃদয় মোল্লা, শাওন শেখ ও বায়জিদ মোল্লাকে লোহার রড দিয়ে মারপিট করে জখম করে। এসময় বাদির কাছে থাকা ১ লক্ষ ৬০ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয়। তখন তাদের হাঁক চিৎকারে আশে-পাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের কবল হতে ঠিকাদারের অধিনন্থ লোকজনকে উদ্ধার করে। পরবর্তীতে তারা কোম্পানির ড্রাইভার বিপুলকে জোর পূর্বক আটক করে বাড়ীতে নিয়ে যায়। এমনকি হুমকী দিয়ে জানায় বেড়ীবাঁধের কাজ করতে হলে ২ লক্ষ টাকা চাঁদা দিয়ে কাজ করতে হবে। না হলে কাজ করতে দেয়া হবেনা। তখন নিরুপায় হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে কাটকাটা ফাঁড়ি পুলিশের মাধ্যমে বিপুলকে উদ্ধার করতে সক্ষম হয়। তাদের অবস্থা গুরতর হলে কয়রা উপজেলা হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তাদের হুমকির কারণে বেড়িবাঁধের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে শান্তি শৃঙ্খলা ব্যাহত হওয়ার সম্ভবনা থাকায় থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে । তবে বিষয়টি নিয়ে অভিযুক্ত ১নং বিবাদী এসকে গালিবের নিকট জানতে চাইলে তিনি বলেন, ঠিকাদারের লোকজন একটি দরিদ্র পরিবারের ঘরের ভিতরে মাটি দিচ্ছিল সেটা নিষেধ করলে তারা আমাদের বিরুদ্ধে চড়াও হয়। ঐ বিষয়কে কেন্দ্র করে ঠিকাদারের লোক অপপ্রচার চালিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করেছে।

খুলনা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক তাসনিম আলম এর নিকট জানতে চাইলে তিনি বলেন, সমন্বয়কের পরিচয়ে এ ঘটনার ব্যাপারে আমার কিছু জানা নেই। ঘটনার বিষয়ে নিশ্চিত হয়ে জানাবো।

এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক বলেন, দু’পক্ষই থানায় অভিযোগ করেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।