রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য রাবেয়া সুলতানার নেতৃত্বে বাড়িঘর ভাঙচুর ও সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে নগত অর্থ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটোনায় ভুক্তভোগী আলামিন গাজী বাদী হয়ে আদালতে দন্ডবিধির ৪৪৮/৩২৩/৩৮০/৪২৭/৫০৬/৩৭৯/৩৮৫/৩৮৬ দঃ বিঃ মামলা দায়ের করেছে যার নং ৩৫/২৫। ভুক্তভোগী পরিবার ও এজহার সুত্রে জানাযায় গতকাল শুক্রবার সকালে ইউপি সদস্য রাবেয়া সুলতানা আগ্নেঅস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী নিয়ে শ্রীফলতলা ইউনিয়নের হোসেনপুর গ্রামের আল-আমিন গাজীর বসত বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ভাংচুর, মালামাল ও নগত অর্থ লুটকরে নিয়ে যায়।
সুত্র আরো জানায় রাবেয়া ও তার তৃতীয় নম্বর স্বামী আলামিন শেখ দীর্ঘদিন যাবত ভুক্তভোগী পরিবারের নিকট চাদা দাবী ও জীবন নাশের হুমকী দিয়ে আসছিল।পরবর্তীতে এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে রাবেয়া স্ব -দল বলে ঘটনাস্থল ত্যাগ করে। এ ব্যপারে ভুক্তভোগী আলামিন গাজী জানান রাবেয়া মেম্বর ও তার স্বামী আলামিন শেখ সহ ১৫/২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী আমার উপর হামলা করেছে আমি এবং আমার পরিবারের লোকজনদের পিস্তল উছিয়ে হত্যার হুমকি দিয়ে জিম্মি করে আমার বসতঘর ভাংচুর, আসবাবপত্র এবং নগত ৩ লক্ষ ৩৫ হাজার টাকাসহ স্বর্ণালাংকার লুট করে নিয়ে গেছে।