সাতক্ষীরায় দুই ইউপি সদস্যসহ বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মী গ্রেফতার

Satkhira-Kaliganj-03082023-01.jpg

দেশের তথ্য ডেস্ক সাতক্ষীরা প্রতিনিধি :-  সাতক্ষীরার কালিগঞ্জে নাশকতার মামলায় দুই ইউপি সদস্যসহ বিএনপি ও জামায়াতের ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে কৃষ্ণনগর ইউপির ২নং ওয়ার্ডের সদস্য ও শিক্ষক ইউসুফ আলী (৪২)সহ ৪ জন রয়েছে। বাকীরা সবাই বিএনপি’র নেতা-কর্মী।

উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান জানান, পুলিশ বুধবার দিবাগত রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সোহেল রানা, রতনপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও ইউপি সদস্য আব্দুল কাদের, ধলবাড়িয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি ওসমান গণি, বিষ্ণুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রফিকুল ইসলাম, তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, তারালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাকির হোসেন, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সাইফুল ইসলামসহ মোট ১৩ জনকে আটক করেছে। অহেতুক হয়রানির উদ্দেশ্যে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের এই ১৩ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে উল্লেখ করে তিনি বলেন, আজও (বৃহস্পতিবাার) পুলিশ কয়েকজনকে থানায় নিয়ে এসেছে।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবাদ আলী ১৭ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কালিগঞ্জ থানায় পূর্বে দায়েরকৃত নাশকতা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে তাদের মধ্যে কতজন বিএনপি ও কতজন জামায়াতের নেতা-কর্মী সে ব্যাপারে তিনি নিশ্চিত করতে পারেন নি।

Share this post

PinIt
scroll to top