দেশের তথ্য ডেস্ক খুলনা প্রতিনিধি :- খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার ইন্দর জিত সাগর বলেছেন, বাংলাদেশি শিক্ষার্থীরা চাইলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভারতকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নিতে পারেন। অল্প খরচে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গড়ে দেয় ভারতের শিক্ষা ব্যবস্থা। খুলনায় অনুষ্ঠিত সেপ ভারতীয় শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
খুলনা মহানগরীর হোটেল সিটি ইন-এ সোমবার সকালে দুই দিনব্যাপী শিক্ষা মেলার আয়োজন করে সেপ ইভেন্ট এন্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড। এবারের শিক্ষা মেলায় ভারতের ২০টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্যে মেলা উম্মুক্ত থাকবে।
এদিকে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা টিভি রিপের্টার্স ইউনিটির সভাপতি মলিক সুধাংশু এবং ওজোপাডিকের পরিচালক (অর্থ) রতন কুমার দেবনাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়েজক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় থাপা।