নরসিংদী প্রতিনিধিঃ রাজ উদ্দিন
নরসিংদীতে অভিনব কৌশলে প্রতারক চক্রের দুই সদস্য স্থানীয় একটি পোল্ট্রি ফিড কারখানার মুরগির খামারের ট্রাক ভর্তি কয়েক লক্ষ টাকার মুরগির খাবার আত্মসাত করার অপরাধে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে শিবপুর থানা পুলিশ।
রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান তথ্যটি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, ভোলার লালমোহন থানার মহেশখালী গ্রামের আমির হোসেনের ছেলে আব্দুল হান্নান এবং একই গ্রামের লিটন মিয়ার ছেলে মিজানুর রহমান। এসময় তাদের কাছ থেকে ১টি ট্রাক ও ১৬ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর দিবাগত রাতে শিবপুর উপজেলার সৃষ্টিঘর এলাকার আব্দুল্লাহ ফিড মিল থেকে নিউ শ্রমিক ট্রান্সপোর্টের ট্রাকের ভূয়া কাগজপত্র ও জাতীয় পরিচায় দাখিল করে ১৬ (ষোল) লক্ষ টাকার পোল্ট্রি খামারের খাদ্য ফেনীতে পৌঁছে দেওয়ার কথা বলে লোড করে। পরে গাড়ির চালককে তার ব্যবহৃত মোবাইলে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে মিল কর্তৃপক্ষ এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করে। পরে জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় উপপরিদর্শক সাদিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অপরাধে দুই জনকে গ্রেপ্তার করেন। এসময় তাদের হেফাজত হতে ট্রাকসহ মালামাল উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।