গণঅভ্যুত্থানে আহত ও শহিদ স্মরণে স্মরণসভাঃ

20241127_211407-scaled.jpg

দেশের তথ্য ডেস্কঃ

২৭ নভেম্বর ২০২৪ তারিখ সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২০২৪ এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদ স্মরণে সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, যারা আহত ও শহিদ হয়েছেন তাদেরকে আমরা যেন ভুলে না যাই। জুলাই বিপ্লবে তাদের অবদান এমন একটি ইতিহাস যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেশের প্রতি ভালোবাসার অনুপ্রেরণা যোগাবে। গণঅভ্যুত্থানের স্মৃতি নিয়ে বিভিন্ন দেয়ালে অঙ্কিত গ্রাফিতি যেন স্বৈরশাসকের বিরুদ্ধে জনতার প্রতিবাদের অমর উপাখ্যান। এই গণঅভ্যুত্থানকে আমরা ব্যর্থ হতে দিতে চাইনা। মেধা ও যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে যার যার অবস্থান থেকে দেশ প্রেমের ব্রত নিয়ে সবাইকে এগিয়ে আসার জন্য উদ্বাত্ত আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম

উক্ত অনুষ্ঠানে খুলনার বিভাগীয় কমিশনার জনাব মোঃ হেলাল মাহমুদ শরীফ; খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম-সহ খুলনাস্থ বিভিন্ন শীর্ষ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ , শিক্ষক-শিক্ষর্থীবৃন্দ, সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

Share this post

PinIt
scroll to top