দেশের তথ্য ডেস্কঃ
“ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্কুলভিত্তিক ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ০৭ নভেম্বর সকালে কেএমপি’র অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মো: লাবীব আব্দুল্লাহ কেডিএ খানজাহান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব খোন্দকার হোসেন আহম্মদ আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয়, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ ওলিউজ্জামান শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ে এবং সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ আনোয়ার হোসেন খান তেলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক বিষয়ক আলোচনা করার পাশাপাশি রাস্তায় চলাচল সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁরা বলেন, স্কুলে আসার জন্য রাস্তা ব্যবহারের ক্ষেত্রে আমাদের অনেক বিষয়ে সর্তক থাকতে হবে। বিশেষ করে রাস্তা পারাপারের সঠিক নিয়ম আছে। তাছাড়াও মোবাইলের হেডফোন কানে দিয়ে রাস্তা পার না হওয়া, চালককে দ্রুত গতিতে গাড়ী চালাতে না বলা। অতিরিক্ত গতিতে মোটরসাইকেল না চালানো, বাইকে দু’জনের বেশি আরোহনের মতো বেআইনি আচরণ বন্ধে সবাইকে সচেতন করেন।
এ সময় সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।