কয়রা প্রতিনিধিঃ অরবিন্দ কুমার মণ্ডল
কয়রায় ঘুর্নিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পরিবাবের মাঝে জরুরী সাহায্য সেবা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ অক্টোবর মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এই অবহিতকরণ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও উত্তরণের এরিয়া ম্যানেজার মেহেদী হাসান ইমনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমির সরকার, প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার ইসলামুল হক মিঠু, পল্লী বিদ্যুৎতের ডিজিএম মোঃ কাওছার রেজা, কয়রা সরকারী মহিলা কলেজের প্রভাষক জহুরুল হক, এস এম, কবির আহমেদ, বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, উত্তরণের প্রকল্পের এরিয়া ম্যানেজার তানিয়া আক্তার প্রমুখ।
অবহিতকরণ সভায় সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক সহ সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।