দেশের তথ্য ডেস্ক ঢাকা প্রতিনিধি :- আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো দেশের পর্যবেক্ষকরা নির্ধারিত পদ্ধতি মেনে নির্বাচন পর্যবেক্ষণে আসতে পারবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
আজ রবিবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সঙ্গে যুক্তরাষ্ট্র, চীনসহ চারদেশের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠক শেষে তিনি একথা জানান।
নির্বাচন কমিশন সচিব জানান, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে যে কোনো দেশের পর্যবেক্ষকরা নির্বাচন পর্যবেক্ষণে আসতে পারবেন।
অন্যদিকে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের টেনেট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান টেরি এল ইসলে সাংবাদিকদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার সংবিধান সমর্থন করে না। তবে বর্তমান পদ্ধতিতে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে বলে তিনি আশা করছেন।