জবি ছাত্রলীগ নেতা বহিষ্কার, শান্তি সমাবেশে সংঘর্ষ ।।।

jobi.webp

দেশের তথ্য ডেস্ক ঢাকা প্রতিনিধি :-  বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি সমাবেশে বিশৃঙ্খলা ও দলীয় নেতাকর্মীদের সাথে সংঘর্ষে জড়ানোর দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ছাত্রলীগ নেতা হলেন মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং বিভাগীয় ৫ নং সহ-সভাপতি।

শনিবার (৩০ জুলাই) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-দপ্তর সম্পাদক তানভীর আহমেদ স্বাধীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেলিম রানাকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ জুলাই) আওয়ামী লীগের শান্তি সমাবেশ দলীয় নেতা-কর্মীর সাথে সংঘর্ষে লিপ্ত হয় সেলিম রানা। ফলে কেন্দ্রীয় ছাত্রলীগ এ সিদ্ধান্ত নেন।

সেলিম রানা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের একনিষ্ঠ কর্মী।

Share this post

PinIt
scroll to top