খুবিতে ইঞ্চি টেপ দিয়ে নির্মাণাধীন সড়কের ঢালাইয়ের গভীরতা যাচাই করলেন প্রফেসর রেজাউল করিম

3-1.jpg

দেশের তথ্য ডেস্কঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট সংলগ্ন নির্মাণাধীন সড়কের কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। আজ ০৬ অক্টোবর (রবিবার) সকাল ১০টা ১৫ মিনিটে তিনি সরেজমিনে পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট প্রকৌশলীদের নিকট থেকে নির্মাণাধীন সড়কের কাজ সম্পর্কে খোঁজ-খবর নেন। এ সময় তিনি নিজেই ইঞ্চি টেপ দিয়ে মেপে নির্মাণাধীন সড়কের ঢালাইয়ের গভীরতা যাচাই করেন।
সামগ্রিক বিষয় অবহিত হওয়ার পর প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারদের উদ্দেশ্যে তিনি বলেন, কাজের গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণাধীন সড়কের কাজ শেষ করতে হবে। মানের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এজন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব নিয়ে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
এ সময় প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. সাইফুল ইসলাম বাদশা, সহকারী প্রকৌশলী (সিভিল) প্রশান্ত কুমার দাশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this post

PinIt
scroll to top