সব ধর্মের মানুষের সাথে সম্প্রীতির ঐক্যের প্রাচীর গড়ে তুলতে চাইঃ মাওলানা আবুল কালাম আজাদ

-1.jpg

পাইকগাছা প্রতিনিধিঃ শাহরিয়ার কবির

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আলহাজ্ব আবুল কালাম আজাদ বলেছেন ৭১ এর পর দেশ নতুন করে স্বাধীন হয়েছে। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত হয়েছে। তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন ভাবেই এই অর্জন ম্লান হতে দিবে না। সকল কে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা কে অক্ষুন্ন রাখবে।

মাওলানা আবুল কালাম আজাদ বলেন আমরা সনাতন সহ সব ধর্মের মানুষের সাথে সম্প্রতি গড়ে তুলতে চাই, সম্প্রীতির বন্ধন মজবুত করে দেশকে এগিয়ে নিতে চাই।

নতুন বাংলাদেশে ধর্মীয় কোন বিভেদ রাখতে চাই না। সংখ্যালঘু আর সংখ্যাগুরুর মাঝের দেয়ালটা ভেঙ্গে দিয়ে সব ধর্মের মানুষ কে নিয়ে সম্প্রীতির ঐক্যের প্রাচীর গড়তে চাই। এটা করতে পারলে আগামীতে মসজিদের মতো আগামীতে আর কখনো মন্দির পাহারা দেওয়া লাগবে না।

বিগত ১৫ বছর জামায়াতের নেতাকর্মীরা ঘুমাতে পারিনি, জুলুম নির্যাতন হত্যা করা হয়েছে। তবুও জামায়াতের কোন নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে যায়নি, এটাই হচ্ছে জামায়াতের দেশ প্রেম। জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে গনতন্ত্র কে শক্তিশালী করার পাশাপাশি ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিত করবে।

তিনি শনিবার সকালে পাইকগাছা উপজেলা সদরের সরল কালীবাড়ি কেন্দ্রীয় পূজা মন্দির চত্বরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদ এবং মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, ইসলামি ছাত্রশিবিরের জেলা সভাপতি আবু জার গিফারী, জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুর রহিম, কাজী তমজিদ আলম, উপজেলা সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, সহ সেক্রেটারি মাওলানা বুলবুল আহমেদ, বায়তুল মাল সম্পাদক মাওলানা আব্দুল খালেক, পৌর আমীর ডাঃ আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, মাওলানা আব্দুল মজিদ, এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, এডভোকেট আব্দুল মজিদ, শফিকুল ইসলাম, আজিবর রহমান, মাহবুবুর রহমান মন্টু কাগজী, মেহেদী হাসান রাসেল, পূজা পরিষদ নেতা মুরারী মোহন সরকার, প্রাণকৃষ্ণ দাশ, বাবুরাম মন্ডল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা সন্তোষ কুমার সরদার, অখিল মন্ডল, সুরঞ্জন চক্রবর্তী, প্রকাশ ঘোষ বিধান, স্নেহেন্দু বিকাশ, বি সরকার, কনক সরকার, মুজাহিদ, মনিরুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

Share this post

PinIt
scroll to top