কয়রা উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে শরিফুল সভাপতি ও রিয়াছাদ সাধারণ সম্পাদক নির্বাচিত

20241005_174420-scaled.jpg

কয়রা প্রতিনিধিঃ অরবিন্দ কুমার মণ্ডল
কয়রা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন উপলক্ষ্যে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

৫ অক্টোবর ২০২৪ রোজ শনিবার ২০২৪-২০২৫ বর্ষের আগামী ১ বছরের জন্য কয়রা উপজেলা প্রেসক্লাবের হলরুমে সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কমিটি গঠনের নিমিত্তে নির্বাচন অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনে ৩০ জন ভোটারের মধ্যে ২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তন্মেধ্য ২০ ভোট পেয়ে দৈনিক যুগান্তর পত্রিকার কয়রা উপজেলা প্রতিনিধি মোঃ রিয়াছাদ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক সত্যপাঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুর রউফ পেয়েছেন ৭ ভোট।

তবে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হয়। কারণ ১৫ পদের বিপরীতে ১৯ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলে সভাপতি সহ ১৪ পদে ইতিমধ্যে ১৪ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম।

অন্যান্য পদে
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হয়েছেন যারা–
সভাপতি দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ শরিফুল আলম।
সহ-সভাপতি দৈনিক ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি শেখ কওছার আলম ও দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ কামাল হোসেন।
যুগ্ম-সম্পাদক কিউ টিভি’র উপজেলা প্রতিনিধি গাজী নজরুল ইসলাম ও দৈনিক সংগ্রাম পত্রিকার উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী।
কোষাধ্যক্ষ দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন।
দপ্তর সম্পাদক দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি শিক্ষক অরবিন্দ কুমার মণ্ডল। সাংগঠনিক সম্পাদক দৈনিক আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ শাহিদুল ইসলাম।
প্রচার সম্পাদক দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি শিক্ষক হাবিবুল্লাহ হাবিব।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক ভোরের পাতা পত্রিকার উপজেলা প্রতিনিধি শিক্ষক জিয়াউর রহমান ঝন্টু।
ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার উপজেলা প্রতিনিধি শেখ জাহাঙ্গীর কবির টুলু।
নির্বাহী সদস্য কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রধান শিক্ষক দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাঃ হুমায়ুন কবির, দ্যা ডেইলী অবজারভার পত্রিকার উপজেলা প্রতিনিধি শেখ মনিরুজ্জামান মনু ও দৈনিক খুলনার বাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি গীরেন্দ্র নাথ মন্ডল।

উক্ত নির্বাচন পরিচালনা করেন, দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার নিজস্ব সংবাদদাতা শিক্ষক আব্দুল খালেক, দীপ্তি নিউজ এর কয়রা উপজেলা প্রতিনিধি শিক্ষক নূরুল আমীন নাহিন ও দৈনিক সূর্যোদয় পত্রিকার উপজেলা প্রতিনিধি শিক্ষক আবুল বাসার প্রমুখ।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ ০৫/১০/২৪ ইং।

Share this post

PinIt
scroll to top