কলকাতা প্রতিনিধিঃ সমরেশ রায় ও শম্পা দাস
আজ ৪ঠা অক্টোবর শুক্রবার, ঠিক বিকেল চারটায়, WBJDF এর ডাকে, জুনিয়র ডাক্তাররা অভয়ার দোষীদের বিচারের দাবীতে,যখন শান্তি পূর্ণ মিছিল নিয়ে, এস এস কে এম থেকে পার্ক স্টীট হয় ধর্মতলা মেট্রো চ্যানেল এর সামনে আসছিলেন, সেই সময় জানতে পারেন ধর্মতলা তাদের যে কয়েকজন সহকর্মী দারিয়ে ছিলেন, তাদের উপর পুলিশ চরাও হয় , এবং তাদের চ্যাংদোলা করে টানতে টানতে নিয়ে যায় ও পেটের মধ্যে লাথি মারে, এবং তাদের মধ্যে যে ওই দৃশ্য ভিডিও করছিলো তারও মোবাইল ফোন কেরে নেওয়া হয়।
এই খবর পৌঁছানর সাথে সাথে মিছিল নিয়ে, স্লোগান দিতে দিতে, কয়েকশো জুনিয়র ডাক্তার ধর্মতলা মেট্রো চ্যানেল এর সামনে এসে, বিক্ষোভ দেখাতে থাকেন, এমনকি নিজেরাই ব্যারিকেড করে রাস্তা বন্ধ করে দেন, শুধু তাই নয় পুলিশ এর গাড়িকেও আটকে দেন,
ওই সময় কর্তব্যরত পুলিশ অফিসার ব্যারিকেড সরাতে গেলে, ডাক্তাররা আরো উত্তেজিত হয়ে পরেন, এবং তাহাকে সবাই মিলে গিলে ফেলেন, যদিও বারবার ডাক্তারদের বোঝানোর চেষ্টা করেছেন তাতে কোন লাভ হয়নি।, অবশেষে তারা রাস্তায় বসে প্রতিবাদ করতে থাকেন, এবং বলেন যতক্ষণ না ওই পুলিশ অফিসারেরা এখানে এসে ক্ষমা চাইবে, আমরা এ অবরোধ তুলব না, দরকার পড়লে সারারাত অবস্থান করবেন।
সাংবাদিকদের মুখোমুখি পুলিশ অফিসার হলে, ইনি কিছু বলতে বা মুখ খুলতে রাজি নয়, এরপর জুনিয়র ডাক্তাররা পুলিশকে বিভিন্নভাবে আক্রমণ করতে থাকেন, ও স্লোগান দিতে থাকেন, বলেন দোষীদের শাস্তি না দিয়ে, যারা সত্যিকারের ন্যায় বিচার চাইছে তাদের উপর পুলিশ অত্যাচার করছে, আই আমাদের জানতে ইচ্ছে করে, এইসব করে পুলিশদের মাইনে কত বাড়লো, একটা কথা ভালো করে শুনে রাখুন, বিচার যতদিন না হবে, আমরা রাজপথ ছাড়বো না, আমাদের পুজোয় হবে রাজপথ। আমাদের এই আন্দোলন থামবে না, আর ওনাদের উদ্দেশ্যে বলি, আমরা শিরদাঁড়া উপহার দিয়েছি।, তাই আবারও মনে হচ্ছে, শিরদার একটা বিক্রি করে ফেলেছে, আবার আমরা দিদির ন্যায় বিচারের জন্য উপহার সাজিয়ে দেব। আমাদের আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতর হবে, কলকাতার পুলিশ লজ্জাহীন ,বিবেকহীন, বারবার আমাদের প্রমাণ করে দিচ্ছে। দোষীদের শাস্তি আমরা চাই।