WBJDF জুনিয়র ডাক্তারদের ও নাগরিকদের আহবানে মহা মিছিল ও সমাবেশ।

20241002_231413-scaled.jpg

কলকাতা প্রতিনিধিঃ সমরেশ রায় ও শম্পা দাস
আজ ২রা অক্টোবর বুধবার, দুপুর একটাই, মহালয়ার পুণ্য লগ্নে, ডাবলু বি জে ডি এফ জুনিয়র ডাক্তারদের ডাকে এবং নাগরিকদের আহবানে মহা মিছিল ও সমাবেশ , কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা রানী রাসমণি রোড পর্যন্ত‌ এই মহা মিছিল যায় এবং রানী রাসমণিতে সভা করেন।

কলেজ স্কোয়ার বিদ্যাসাগর মূর্তির সামনে প্রথমে সকল আন্দোলনকারী জমায়েত হন এবং সেখান থেকে পায়ে পা মিলিয়ে এম জি রোড ও সেন্ট্রাল এভিনিউ হয়ে ধর্মতলা ডরিনা ক্রসিং দিয়ে রানী রাসমণিতে পৌঁছান এবং তাদের মঞ্চে জন সভা করেন।

তাদের আন্দোলনের মূল উদ্দেশ্যই, তিলোত্তমার বিচার তাদের দিদির বিচার চাই, আর যতদিন না বিচার হচ্ছে, এই রাজপথ তারা ছাড়বে না, দুর্গা পুজো হবে রাজপথে,

আজকের এই মহা মিছিল র ও সভার উদ্দেশ্য হল, স্বাস্থ্য ক্ষেত্র সহ সমাজে সর্বস্তরের ভয়ের রাজনীতির বিরুদ্ধে , সমাজের সর্বস্তরের ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, দোষীদের শাস্তির দাবিতে,

তারা বলেন আজ দেখতে দেখতে ৫৪ দিন হয়ে গেল, এখনো বিচার হলো না, সিবিআই দোষীদের শাস্তি দিতে পারল না, এবং আমরা যে সকল দাবি রেখেছি সেগুলি বললেও আমাদের কাছে এখনো লিখিত কোন জবাব আসেনি। আমরা মৌখিকের মধ্যে থাকবো না, আমরা সকলে সুরক্ষা চাই, তাতে আর কোনদিন আরো মেয়েকে এইভাবে হারাতে না হয়, এবং কোন ছেলে মেয়েকে ডিউটিরত এভাবে মৃত্যুবরণ করতে না হয়, তাহার সুরক্ষার জন্য এই লড়াই, সাথে সাথে দোষীদের সাজা চাই,

আর যতদিন না অপরাধকারী, আড়াল ধারীদের‌ বিচার ও সম্মুখে আনা হচ্ছে, আমরা এ রাজপথেই থাকবো, আর যদি এটা না করি তাহলে আমাদের দিদিকে অবমাননা করা হবে। আমরা নিজেদেরকে ছোট মনে করব, তাই আর উই ওয়ান্ট জাস্টিস নয়, একসাথে বলুন উই ডিমান্ড জাস্টিস, অনেকদিন হয়েছে এবার আমরা কিভাবে সমস্ত কিছু আদায় করে নিতে পারি, আমরা তাল লোককে আন্দোলন করবো,

আপনারা যে ভাবে আমাদের পাশে রয়েছেন, আমাদের সাথে সহযোগিতা করেছেন, এই গরমকে সহ্য করি আমাদের সাথে পায়ে পা মিলিয়েছেন এর জন্য আপনাদের কাছে আমরা চির কৃতজ্ঞ এবং আপনাদেরকে কুর্নিশ জানাই, তবে আমাদের জয় অনিবার্য, কাউকে আড়াল করে পার পাবে না,

মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী ‌ আমাদের কাজে যোগ দেয়ার কথা বলেছেন, আমরা কাজ করতে চাই, আমাদের নিরাপত্তা কোথায়, আরো যেরকম দূর্ঘটনা ঘটবে না তার লিখিত গ্যারান্টি কোথায়, তাই আমরা মুখের কথায় ভিজবো না। সরকারকে সকল কিছু লিখিত দিতে হবে, শুধু তাই নয় যে সকল দোষীরা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দিতে হবে,

মহালয়ার পূর্ণ লগ্নে, যেভাবে সাধারণ মানুষ ও নাগরিকরা আমাদের সাথে পা মিলিয়েছেন, আমরা দৃঢ়তার সাথে বলতে পারি আমাদের জয় অনিবার্য।, তবে সকলের উদ্দেশ্যে বলছি, কেউ ভেঙে পড়বেন না ও পিছিয়ে পড়বেন না, আমরা যেভাবে লড়াই করছি আপনারাও আমাদের পাশে থাকুন, আর ওই আন্দোলনকে জোরদার করে তুলুন।

সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো দিদির সুবিচার না হলে, আমাদের পুজো হবে এই আন্দোলনের মধ্যে, আমাদের পুজো হবে রাত দখলের মধ্যে, আমাদের পুজো হবে তিলোত্তমার বিচার নিয়ে, আমাদের পুজো হবে অভয়ার বিচার নিয়ে, আমাদের পুজো হবে একই ভাবি সারা বিশ্ব জুড়ে রাস্তায় রাস্তায়। আমাদের পুজো হবে উই ওয়ান্ট জাস্টিস এর মধ্য দিয়ে।

রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা

Share this post

PinIt
scroll to top