কক্সবাজারে হাইওয়ে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

raifel-uddhar-20230729130321.jpg

দেশের তথ্য ডেস্ক কক্সবাজার প্রতিনিধি :-  হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এফএএম সাইফুল ইসলাম, এসআই সুমন তালুকদার, এটিএসআই মোঃ তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিপুল সংখ্যক অস্ত্র ও গুলি উদ্ধার করে।

জানা যায়, উখিয়া থানাধীন কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কের পালংখালী গয়ালমারা মোড় নামক স্থানে কক্সবাজারমুখী একজন লোক পায়ে হেঁটে যাচ্ছে এমন সময় পুলিশ দেখে উল্টো দিকে যাওয়ার সময়ে পুলিশ অজ্ঞাতনামা লোকটাকে দাঁড়াতে বললে সে দৌড় দেয়।

হাইওয়ে পুলিশ সদস্যগণ তাকে ধাওয়া করলে সে পাহাড়ের জঙ্গলের ভিতরে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার সময় তার সাথে থাকা ভারী ব্যাগটি পড়ে যায়। স্থানীয় লোকজনের উপস্থিতিতে উক্ত ব্যাগ খুলে তল্লাশী করে ব্যাগের ভিতর পলিথিন দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ১৫০ (দেড়শত) রাউন্ড রাইফেলের গুলি এবং ১০০ (একশত) রাউন্ড পিস্তলের গুলি সর্বমোট ২৫০ (দুইশত পঞ্চাশ) রাউন্ড গুলি উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে জব্দতালিকামূলে উদ্ধার করা হয়।

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, হাইওয়ে পুলিশের সকল ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। অজ্ঞাত পলাতক আসামির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।

Share this post

PinIt
scroll to top