দাকোপে সড়ক নির্মানের দাবীতে তরুন সংঘের মানববন্ধন

20240921_161601-scaled.jpg

দাকোপ প্রতিনিধি
দাকোপের সুতারখালীতে অভ্যান্তরীন সড়ক নির্মান করে
জনভোগান্তি লাঘবের দাবীতে স্থানীয় উদ্দীপ্ত তরুন সংঘের
ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়নের প্রানকেন্দ্র নলিয়ান বাজার হতে কালাবগী
দোয়ানীর গেট অভিমূখে যাতায়াতের একমাত্র
জনগুরুত্বপূর্ন এ সড়কের ক্ষতিগ্রস্থ কাটাখালী অংশে
কর্মসূচী পালিত হয়। শনিবার সকাল ৯টায় শুরু হয়ে এ
সকল কর্মসূচী চলে টানা দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত।
স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তরুন সংঘের উপদেষ্টা
মাসুদ ইবনে রহমান বাবু, রকিব হোসন, সারাফাত
হোসেন সবুজ, আলামিন সরদার ও আব্দুল মান্নানের
তত্ত¡াবধানে পালিত কর্মসূচীতে ব্যানার প্লাকার্ড
হাতে সংগঠনের সদস্য এবং এলাকার তরুন যুবকরা অংশ
নেন। তারা অবিলম্বে জনগুরুত্ব রাস্তাটি নির্মান করে
জনভোগান্তি লাঘবের দাবী জানান। একই সাথে তারা
বিগত দিনে এই রাস্তা নির্মানে ব্যাপক দূর্ণীতি
অনিয়মের অভিযোগ তুলে সঠিক তদন্তের মাধ্যমে
জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান। উল্লেখ্য
জনগুরুত্বপূর্ন এই সড়ক দিয়ে নলিয়ান ৫, কালাবগী ৭ ও ৪
নং ওয়ার্ডের মানুষ এবং শিক্ষার্থীরা যাতায়াত করে।
সম্প্রতি রাস্তাটি ভেঙে জলমগ্ন হওয়ায় জনসাধারনের
চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিগত ৩ বছর
পূর্বে খুলনার ঠিকাদার যুবলীগনেতা টিটুর অধীনে
রাস্তাটির উন্নয়ন কাজে ব্যাপক দূর্ণীতি অনিয়মের
অভিযোগ তুলে ধরে স্থানীয় যুব সমাজ। তখন সংশ্লিষ্ট
ঠিকাদার এবং ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা
নানাভাবে প্রতিবাদকারী যুব সমাজকে হেনস্থা করে বলে
তারা অভিযোগ করে।

Share this post

PinIt
scroll to top