দাকোপে আকর্ষিক ভাঙনে অর্ধশত পরিবারের বসতভিটে নদী গর্ভে

20240919_213226-scaled.jpg

দাকোপ প্রতিনিধিঃ আজগর হোসেন ছাব্বির
দাকোপে আকর্ষিক ভয়াবহ ভাঙনের কবলে অর্ধশত পরিবারের
বসতভিটে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ঠিকানাহারা পরিবার
গুলি এখন খোলা আকাশের নীচে মানবেতর জীবন কাটাচ্ছে।
সংশ্লিষ্ট এলাকাবাসী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাত
থেকে হটাৎ দেখা দেয় এই ভাঙন। আতংকিত মানুষের ডাক
চিৎকারে সকলের ঘুম ভেঙে যায়। মুহুর্তের মধ্যে চোখের
সামনে বসত ভিটে কালাবগী সুতারখালী নদী গর্ভে বিলীন হতে
দেখে কান্নায় ভেঙে পড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। এর মধ্যে
অন্তত ৭/৮ টি পরিবার তাদের পরনে থাকা বস্ত্র ব্যতিত গৃহস্থলির
কোন মালামাল রক্ষা করতে পারেনি বলে জানা গেছে। ঘটনাটি
ঘটেছে পানি উন্নয়ন বোর্ডের ৩২ নং পোল্ডারের অধীন
দাকোপের কালাবগী ৯ নং ওয়ার্ডে। কালাবগী বৃহস্পতি বাজার
হতে ফরেষ্ট অফিসের বিপরীত পাড় পর্যন্ত থাকা জনবসতি পড়ে
এই ভাঙনের কবলে। বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিবার গুলি
বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত বেড়ীবাঁধের উপর খোলা
আকাশের নীচে অত্যান্ত মানবেতর জীবন কাটাচ্ছে। এ ব্যাপারে
জানতে চাইলে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য নিমাই মন্ডল
বলেন, সকালে এ সংবাদে ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান
ক্ষতিগ্রস্থ এলাকা ও পরিবার গুলোর অবস্থা দেখে গেছেন। এর বাইরে
অন্য কোন সরকারী পর্যায়ের প্রতিনিধি এ রিপোর্ট লেখা
পর্যন্ত ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেনি বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেন জানান,
ক্ষতিগ্রস্থদের তালিকা ও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদেরকে
যথাযথ সহায়তা দিয়ে পূনবাসন করা হবে।

Share this post

PinIt
scroll to top