কেএমপি’র ০২ (দুই) জন পুলিশ সদস্য ২০২২-২০২৩ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিতঃ

20240919_201616-scaled.jpg

দেশের তথ্য ডেস্কঃ
কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ পুলিশ কর্তৃক ২০২২-২০২৩ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার পুরস্কারে মনোনীত কেএমপি’র পুলিশ সদস্য এএসআই (নিঃ) মাসুদ রানা এবং কনস্টেবল মোঃ ওমর ফারুকের হাতে আজ ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ, ০৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ বিকাল ০৪.০৫ ঘটিকায় কেএমপি হেডকোয়ার্টার্সের পুলিশ কমিশনার কার্যালয়ে পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার মহোদয় জাতীয় শুদ্ধাচার পুরস্কারের ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন।

জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে পুলিশ কমিশনার মহোদয় বলেন, আপনারা প্রত্যেকে নিজ নিজ কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার প্রতিনিধি হয়ে পেশাগত দায়িত্ব পালন করবেন। যাতে আপনাদের দেখে পুলিশের অন্যান্য সদস্যরাও সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে উজ্জীবিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন্স) জনাব মোছাঃ তাসলিমা খাতুন এবং ডেপুটি পুলিশ কমিশনার (সদর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব রাশিদা বেগম, পিপিএম-সেবা।

Share this post

PinIt
scroll to top