বন্যা দেখতে এসে তলিয়ে গেল জলে চার বন্ধু, উদ্ধার তিন নিখোঁজ এক

20240918_232541-scaled.jpg

কলকাতা প্রতিনিধিঃ সমরেশ রায় ও শম্পা দাস
আজ ১৭ ই সেপ্টেম্বর মঙ্গলবার, ‌ পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত , আনন্দপুর থানার জগন্নাথপুরের ভেলাঘাটে, চার বন্ধু বন্যা দেখতে এসে তলিয়ে যায়, বেলা ১১ টার সময়, তিনজনকে উদ্ধার করা গেলেও, একজন নিখোঁজ নাবালক।

জানা যায় বেশ কিছুক্ষণ ধরে জলের মধ্যে এদিক ওদিক করতে থাকে, এরপর রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জলের মধ্য দিয়ে যেতে শুরু করে চার নাবালক, কিছুটা যাওয়ার পরে হঠাৎ ওই জলের স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যায় চার নাবালক, বেশ কিছুটা জলের তরে ভেসে যায় তারা,

সেই মুহূর্তে দূরে কয়েকজন যুবক গাড়ি ধুচ্ছিলেন। হঠাৎই তাদের চোখে পড়ে ছেলেগুলি জলে ভেসে চলে যাচ্ছে, যুবকরা তৎক্ষণাৎ জলের মধ্যে ঝাঁপ দিয়ে ভেসে যাওয়া বালকদের কাছে পৌঁছায়, কোনরকমে উদ্ধার করে ভেসে যাওয়া বালকদের ডাঙ্গায় নিয়ে আসে।
চারজনের মধ্যে তিন জনকে উদ্ধার করা সম্ভব হলেও, একজনকে খুঁজে পাওয়া যায়নি।

দীর্ঘ দু-তিন ঘন্টা ধরে তারা বিভিন্ন পদ্ধতিতে উদ্ধার কার্য চালায়, চিৎকার শুনে গ্রামের কয়েকশ মানুষ ছুটে আসে ঘটনাস্থলে। খবর দেওয়া হয় আনন্দপুর থানায়।

দীর্ঘক্ষণ উদ্ধারকার্য চালালেও বিকেল তিনটে পর্যন্ত এক নাবালককে উদ্ধার করা সম্ভব হয়নি, দীর্ঘ চার ঘন্টা হয়ে গেলেও ঘটনস্থলে পৌঁছায়নি পুলিশ প্রশাসন ,

পরিবারের কাতর আর্জি, যে কোন মূল্যে খুঁজে দেওয়া হোক তাদের ছেলেকে, পরিবারসহ গোটা জগন্নাথপুর গ্রাম কান্নায় ভেঙে পড়ে ,এলাকায় শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন মহিলারা।

Share this post

PinIt
scroll to top