ককটেল বিস্ফোরণ বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষ।।।

bnp-cocktail.webp

দেশের তথ্য ডেস্ক ঢাকা প্রতিনিধি :-  পূর্ব ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। অবস্থান কর্মসূচি পালনকালে যাত্রাবাড়ীসহ বিভিন্নস্থানে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের খরব পাওয়া গেছে।

আজ শনিবার বেলা ১১টা থেকে ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি পালনে মাঠে নামে বিএনপি। অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের বাধারমুখে দলের নেতকর্মীরা।

পরে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় টিয়ারসেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
জানা গেছে, উত্তরা বিএনএস সেন্টারের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ, টিয়ারসেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ধোলাইখাল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এছাড়াও যাত্রাবাড়ীতেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।
এদিকে, বিএনপির কর্মসূচি ঘিরে সাভারের আমিনবাজার, রাজধানীর উত্তরা, গাবতলী ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। পাশাশাপি পুলিশের এপিসি গাড়ি, জলকামান ও প্রিজন ভ্যান রাখা হয়েছে।

অন্যদিকে, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ শনিবার তাদের কর্মসূচি স্থগিত করলেও ঢাকা শহরজুড়ে ‘সতর্ক পাহারায়’ থাকার ঘোষণা দিয়েছে।

রাজনৈতিক এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই পুলিশ জানিয়েছে, কেউ শনিবার কোনো কর্মসূচি পালনের চেষ্টা করলে তারা কঠোর ব্যবস্থা নেবে। পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যেই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top