কয়রা প্রতিনিধিঃ অরবিন্দ কুমার মণ্ডল
কয়রা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন উপলক্ষ্যে নির্বাচন-২০২৪ এ ১৫ পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৯ প্রার্থী।
আগামী ৫ অক্টোবর ২০২৪ রোজ শনিবার নির্বাচনের তারিখ নির্ধারণ করে গত ১সেপ্টেম্বর তফসিল ঘোষণা করেন প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটি। উক্ত তফসিলে ১৪ ও ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণের তারিখ নির্ধারণ করা হয়।
২১ সেপ্টেম্বর শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ২২ সেপ্টেম্বর রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন-তারিখ নির্ধারন করা হয়।
আজ ১৫ সেপ্টেম্বর রবিবার শেষ দিনে ১৫ পদের বিপরীতে ১৯ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তবে মনোনয়নপত্র যাচাই-বাছাই -এ কোন মনোনয়নপত্র বাতিল না হলে বা কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ব্যাতীত ১৩ পদের বিপরীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটি।
মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীরা হলেন —
সভাপতি পদের বিপরীতে – দৈনিক উপকূল বার্তার উপজেলা প্রতিনিধি মোঃ শরিফুল আলম ও দৈনিক দেশের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ। সহ-সভাপতি পদের বিপরীতে – দৈনিক ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি শেখ কওছার আলম ও দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ কামাল হোসেন। সাধারণ সম্পাদক পদের বিপরীতে – দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ রিয়াছাদ আলী, দ্যা বীজনেস পোস্ট পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ তরিকুল ইসলাম ও দৈনিক পত্রপাঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুর রউফ, যুগ্ম- সম্পাদক পদের বিপরীতে – কিউ টিভি’র উপজেলা প্রতিনিধি গাজী নজরুল ইসলাম ও দৈনিক সংগ্রাম পত্রিকার উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ পদের বিপরীতে – দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক পদের বিপরীতে- দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার উপজেলা স্টাফ রিপোর্টার অরবিন্দ কুমার মণ্ডল, সাংগঠনিক সম্পাদক পদের বিপরীতে- দৈনিক আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ শাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক পদের বিপরীতে- দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মাষ্টার হাবিবুল্লাহ হাবিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদের বিপরীতে- দৈনিক ভোরের পাতা পত্রিকার উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমান ঝন্টু, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক পদের বিপরীতে- দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার উপজেলা প্রতিনিধি শেখ জাহাঙ্গীর কবির টুলু, নির্বাহী সদস্য পদের বিপরীতে- দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাঃ হুমায়ুন কবির, দ্যা ডেইলী অবজারভার পত্রিকার উপজেলা প্রতিনিধি শেখ মনিরুজ্জামান মনু ও দৈনিক খুলনার বাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি গীরেন্দ্র নাথ মন্ডল প্রমুখ।