কলকাতা প্রতিনিধিঃ শম্পা দাস ও সমরেশ রায়
আজ ১৩ ই সেপ্টেম্বর শুক্রবার, ঠিক বিকেল তিনটায় , করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে সিবিআই দপ্তর সিজিও কমপ্লেক্স পর্যন্ত প্রতিবাদের নামে বিশেষভাবে সক্ষম মানুষেরা। একটি অভিনব কর্মসূচি পালন করলেন।
প্রায় এক মাসের উপর হয়ে গেল, এখনো তিলোত্তমা দোষীদের শাস্তি হলো না, তারই প্রতিবাদে আজ সল্টলেকের করুনাময়ী থেকে সিবিআই অফিস পর্যন্ত অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানালেন।। দুটো বিচারের দাবিতে এবং সিবিআই কবে আদালতে চার্জশিট দেবে একাধিক দাবি নিয়ে নামল বিশেষভাবে সক্ষম মানুষেরা।
আজ স্বস্তয়ন বিধাননগর ওয়েলফেয়ার ট্রাস্ট ও এন সি আই এ। এর তরফ থেকে যৌথ কর্মসূচি পালন করা হয়, কয়েকশ সদস্য এই কর্মসূচিতে পা মেলান। তবে তারা জানালেন, যতদিন না দোষীদের শাস্তি হচ্ছে, অভয়ার দোষীদের বিচার হচ্ছে, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। সারা বিশ্বের মানুষ আজ পথে নেমেছে তিলোত্তমার দোষীদের বিচারের দাবি নিয়ে। কোনভাবে দোষীদের আড়াল করা চলবে না।