মামলাবাজ কালাম মাস্টারের দৌরাত্ব : জমির মালিক ও কেয়ারটেকার

20240914_202215-scaled.jpg

বটিয়াঘাটা প্রতিনিধি :
বটিয়াঘাটা উপজেলার লবনচরা দক্ষিণ হরিনটানা মেইনরোড এর পাশেই অবস্থিত হরিণটানা মৌজায় জমি কিনে হয়রানি শিকার হচ্ছে ক্রয়মূত্রে জমির মালিক অবসরপ্রাপ্ত ল্যাপটেন কর্ণেল আব্দুর রহিম ও মেজর মাকসুদ-উর-রহিম। ভুক্তভোগীরা বলেন,হরিণটানা মৌজা অবস্থিত দাগ নং-৫৮৮, খৃঃ নং- ১২৪ ( SA ) জমির পরিমান। ৫.৫৮ একর এর মধ্য ১৬,৫০ শতক জমি কিনেছি ন্যায্য মূল্যে। বর্তমান জমিতে ঘর নির্মাণ করতে গেলে তার কাজে বাধা দেয় আবুল কালামের ভায়েরা সন্ত্রাসী জাহাঙ্গীর সহ আরো অনেকে। উক্ত জমি দেখাশুনার দায়িত্বে কেয়ারটেকার সরোয়ার হোসেন বলেন,কয়রা কপোতাক্ষ কলেজে অধ্যয়নরত আবুল কালাম নামের এক শিক্ষক আমার নামে মিথ্যা চাঁদাবাজি ও বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করে চলছে। তিনি আরো বলেন, কালাম মাস্টার এলাকার বিশিষ্ট মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। তার নামে তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা কালে বিভিন্নভাবে তার সন্ত্রাসী বাহিনী দারা আমাকে সহ আমার মালিককে বিভিন্ন ভয়-ভীতি ও জীবন নাশের হুমকি দিয়েছে। বর্তমান কালাম মাস্টার রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি নিজের ও পেশাগত পরিবর্তন ঘটিয়েছে। ভুক্তভোগীরা এই সন্ত্রাসীবাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। আবুল কালাম বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ সঠিক না। সরোয়ার আমার জায়গা দখল করতে আসে এবং আমার নিকট চাঁদা চাওয়ার অপরাধে আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করি।

Share this post

PinIt
scroll to top