দিঘলিয়া থানায় বিএনপি নেতার মামলা, শেখ হাসিনার পাঁচ চাচাতো ভাই নগরীর ৬ শীর্ষ নেতাসহ ২১৫ জন আসামি

sk-khl-04092024-07.jpg

দিঘলিয়া প্রতিনিধি |

০৫ সেপ্টেম্বর ২০২৪

শেখ হাসিনার পাঁচ চাচাতো ভাই শেখ হেলাল, শেখ জুয়েল,শেখ সোহেল, শেখ রুবেল, শেখ বাবু ও মেয়র তালুকদার আঃ খালেক, বেগম মন্নুজান সুফিয়ান, এস এম কামাল হোসেন, আব্দুস সালাম মূর্শিদী, শেখ হারুনার রশিদ, এড. সুজিত অধিকারী, সেনহাটি ইউপি চেয়ারম্যান জিয়া গাজী, গাজীরহাট ইউপি চেয়ারম্যান মোল­¬া মফিজুল ইসলাম ঠান্ডু ও ফিরোজ মোল­¬াসহ আওয়ামী লীগের ২১৫ নেতা-কর্মীর বিরুদ্ধে দিঘলিয়া থানায় মামলা হয়েছ। বিএনপি কর্মী কাজী আনোয়ার হোসেন বাপ্পী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নামে একাধিক মামলা হওয়ায় তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এজাহার সূত্রে জানা যায়, বিএনপি’র নেতা-কর্মীরা ২০২২ সালের ২২ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ফুলতলা শিকিরহাট ঘাট থেকে ট্রলার যোগে খুলনা মহাসমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। নেতা-কর্মীদের নিয়ে ট্রলারগুলো বেলা সাড়ে ১১টার দিকে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল কাটাবন নামক স্থানে পৌঁছালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আধুনিক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় কাজী আনোয়ার হোসেন বাপ্পী বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৩, তারিখ ০৪/০৯/২০২৪।
উলে­¬খ্য দিঘলিয়ায় বিএনপি নেতা-কর্মীর উপর হামলার ঘটনায় গত ২৭ আগস্ট সাবেক এমপি আব্দুস সালাম মূর্শেদীসহ ৬৮ জনের নামে এবং ২৯ আগস্ট আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুস সালাম মূর্শেদীসহ ৮৩ জনের নামে মামল দায়ের হয়েছিল।

Share this post

PinIt
scroll to top