রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা
সিবিআই এর কাছেও আমরা বলতে চাই দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তি দেওয়া হোক।, নচেৎ আমরা চুপ করে থাকবো না, আন্দোলন আর অতীব্র থেকে তীব্র হবে, আজ বাংলার মানুষ বুঝতে শিখেছে, কোনটা নাই আর কোনটা অন্যায়,
আমরা দুটো দাবী জানাই, অপরাধীদের শাস্তি চাই, মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, তাই আজ হাজার হাজার কংগ্রেস কর্মী পায়ে পা মিলিয়ে প্রতিবাদ জানাচ্ছে, আর লক্ষী ভান্ডার কেউ চায়না, তাই দোষীদের উপযুক্ত শাস্তি,
আজ অভয়ার মা-বাবাও তাকিয়ে দোষীরা কবে শাস্তি পাবে, আর পুলিশ প্রশাসন কেউ বলতে চাই, আপনাদেরও বাড়িতে ছেলে মেয়ে আছে, তাই আপনারাও সতর্ক থাকুন, আজ আমরা প্রতিবাদ করছি বলে আপনারা চড়াও হচ্ছেন, একদিন আপনারও বিপদ আসতে পারে এটা জেনে রাখবেন, আমরা আর অভয়া হতে দেব না, আপনারাও আমাদের সাথে সহযোগিতা করুন, অভয়ার পাশে দাঁড়ান। আরো ভয়াবহ দিনের জন্য অপেক্ষা করুন।
যেভাবে একটি সরকারি হসপিটালে ডাক্তারের উপর নৃশংস ঘটনা ঘটে গেছে , সবাইকে আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছে রাজ্য কোথায় পৌঁছেছে।