হাঁটু দিয়ে নারীর জন্য সিঁড়ি বানানো সেই ‘সুপার হিরোর’ পরিচয় মিলল

1724848381-d6d55a82f7452d28747769bddd786a39.jpg

অনলাইন ডেস্ক

২৮ আগস্ট, ২০২৪

হাঁটু দিয়ে নারীর জন্য সিঁড়ি বানানো সেই ‘সুপার হিরোর’ পরিচয় মিলল
ল্যান্স করপোরাল কাজী সুজন।
দেশের ১১ জেলা বন্যা আক্রান্ত। বন্যা দুর্গত এলাকায় উদ্ধার অভিযান এবং ত্রাণসামগ্রী বিতরণে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই মধ্যে এক সেনা সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এক নারীকে গাড়িতে ওঠানোর জন্য হাঁটু দিয়ে সিঁড়ি তৈরি করে আলোচনায় এসেছেন তিনি।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, সেনা সদস্যরা বন্য দুর্গত কয়েকজনকে একটি ট্রাকে তুলছেন নিরাপদ স্থানে নেওয়ার জন্য। কিন্তু তাতে কয়েকজন নারী উঠতে পারছিলেন না। ওই সময় নারীদের প্রতি সম্মান দেখিয়ে হাঁটুকে সিঁড়ি বানিয়ে তাদের গাড়িতে উঠতে সহায়তা করেন এক সেনা সদস্য।

খোঁজ নিয়ে জানা গেছে, হাঁটু গেড়ে সিঁড়ি বানানো ওই সেনা সদস্যে বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স করপোরাল কাজী সুজন।

তার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার টরকীর কাঁঠালতলী গ্রামে। বর্তমানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কর্মরত রয়েছেন।
বন্যা পরিস্থিতিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপূরে বন্যার্ত এলাকার রেসকিউট টিমের উদ্ধার কাজে যান সুজন। সেখানে ঘটে এ ঘটনা।

Share this post

PinIt
scroll to top