কয়রা উপজেলা যুব ঐক্য পরিষদের জন্মাষ্টমী’র শুভেচ্ছা 

IMG-20240826-WA0005.jpg

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদ, কয়রা উপজেলা শাখার নেতৃবৃন্দ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০তম আবির্ভাব তিথিতে কয়রা উপজেলা সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, পৃথিবীতে যখন অন্যায়- অত্যাচার, নির্যাতন, দূর্নীতি, নৃসংশতা, নিপীড়ন ও ধর্মের অবমাননা হয় তখনই ভগবান অবতার রূপে পৃথিবীতে অবতির্ণ হন।
হিন্দু পূরাণমতে আজ থেকে প্রায় ৫ হাজার ২,শ বছর আগে দ্বাপর যুগে পরমাবতার ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবতীর্ণ হন। তার অবতীর্ণ হওয়ার সময়কে বিভিন্ন মনীষদের বিভিন্ন মতান্তর থাকলেও
ধারনা করা হয় ৩ হাজার ২৮৮ খ্রিস্ট অব্দে ভগবান শ্রীকৃষ্ণ রাজা কংসের অত্যাচারে চারিদিকে যখন নৃশংসতা নিপীড়নে মানুষ জর্জরিত সে সময়ে মথুরায় বাসুদেব ও দেবকির ঘরে তিনি ভূমিষ্ঠ হন।

জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিনী নক্ষত্রযোগে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় কংসের কারাগারে জন্মগ্রহণ করেন। তাঁর এই জন্মদিনকে জন্মাষ্টমী বলা হয়। শ্রীমদ্ভাগবত গীতা অনুসারে শ্রীকৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার। সনাতন ধর্মানুসারে তাকে স্বয়ং ভগবান এবং বিষ্ণুর পূর্ণ অবতার ও মনে করা হয়। জন্মাষ্টমীর পরমাবতার ভগবান শ্রীকৃষ্ণের সেই আবির্ভাব তিথি বিশ্বব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের কাছে এর গুরুত্ব অপরিসীম। সমাজ, রাজনীতি- এক কথায় জীবনাচরণের ক্ষেত্রে শ্রীকৃষ্ণের জন্ম এক আলোড়ন সৃষ্টি কারী যুগান্তকারী ঘটনা। নিরাকার পরব্রহ্ম ভগবানের সাকার রক্তমাংসের দেহধারী প্রকাশ সুগভীর তাৎপর্য ও গুরুত্ব বহন করে। ন্যায়ের পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম প্রতিষ্ঠা করে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কর্ম করেছেন অনেক। দিয়ে গেছেন ভবিষ্যতের সত্য, সুন্দর ও আলোর পথে চলার নির্দেশনা। শ্রীকৃষ্ণের জন্মতিথি আমাদের সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে বিশ্ব সমাজকে আবদ্ধ করার ক্ষেত্রে শুভ শক্তিকে জাগ্রত করে সত্য, সুন্দর ও আলোর পথে চলার নির্দেশনা দিয়ে থাকে। তাই জন্মাষ্টমী অশুভের উপর শুভ বুদ্ধির জয় হিসেবে পালিত হয়।
তাই প্রতিবছরের ন্যায় এবছরও বিশ্বব্যপী ২৬ আগষ্ট সোমবার দিবা ঘ ৯/০৫/৩৪ থেকে অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন এবছর বন্যার্তদের সাহায্যের জন্য খরচ কমিয়ে আড়ম্বরের সাথে উদযাপন না করে ঘরোয়া পরিবেশে জন্মাষ্টমী উদযাপনের জন্য কেন্দ্রীয় ভাবে নির্দেশনা গৃহীত হয়।
তাই জন্মাষ্টমী উপলক্ষে সকলের সুন্দর ও শুভ কামনা করে বাংলাদেশ হিন্দুবৌদ্ধ-খ্রিস্টান যুব ঐক্য পরিষদ, কয়রা উপজেলা শাখার নেতৃবৃন্দ কয়রা উপজেলা সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতি দাতারা হলেন কয়রা উপজেলা শাখার সভাপতি শিক্ষক অরবিন্দ কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক পলাশ যোদ্ধার, সহ-সভাপতি প্রভাষক ত্রিনাথ মন্ডল, ইউপি সদস্য মহহশিষ সরদার, পলাশ কান্তি রায়, শিক্ষক সুজয় মিস্ত্রী, সুধাংশু শেখর মন্ডল, শিক্ষক বিদেশ মণ্ডল, কার্তিক কুমার বিবেক, শিক্ষক অসিত মণ্ডল, ছাত্র ঐক্য পরিষদের উপজেলা আহবায়ক অভিজিৎ মহলদার, সদস্য সচিব সুদীপ সরকার, প্রিয়তোষ বিশ্বাস, মুকুল বিশ্বাস, সুজয় মন্ডল, রামপ্রসাদ সরদার, দয়াল মুন্ডা, শিক্ষক ভরত মন্ডল, শিক্ষক লক্ষ্মণ সরদার, শিক্ষক বিভাগ ইন্দু ঢ, সনজিৎ মুন্ডা, আনন্দ চক্রবর্তী, প্রসেনজিৎ সরকার, জনক মন্ডল, শিশির মন্ডল, সজল সরকার, নিরাপদ মুন্ডা, বলাই সরদার, গৌতম মন্ডল, অনুপম বিশ্বাস, শিক্ষক সুব্রত কুমার মিস্ত্রী, বৈদ্যনাথ মন্ডল, তন্ময় বিশ্বাস, অনুপ রায়, বিপ্রজিত মন্ডল, সূধাকর মন্ডল, নিশিকান্ত গাইন, বিশ্বজিৎ গাইন, প্রশান্ত মণ্ডল, অশোক কুমার, সুব্রত মণ্ডল, মিঠুন গাইন, ধীমান গাইন,তন্ময় মণ্ডল, বিপুল গাইন প্রমুখ।
অনুরূপভাবে বিবৃতি প্রদান করেছেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কয়রা উপজেলা সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বিজয় কুমার সরদার, সাধারণ সম্পাদক ধীরাজ রায় সহ উপজেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখ ঃ ২৬/০৮/২৪ ই

Share this post

PinIt
scroll to top