মোরেলগঞ্জে জামায়াত ইসলামীর দোয়া অনুষ্ঠানে হামলা ১১ নেতাকর্মী আহত

morelgonj-26082024-01.jpg

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতে ইসলামী আয়োজিত শহীদ মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী , বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের স্মরণ ও বন্যা কবলিত মানুষের নাজাতের জন্য একটি দোয়া অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে।এতে জামায়াতের ১১ জন নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল রোববার (২৫ আগস্ট) বিকেল ৬ টার দিকে ভাটখালী ইউনিয়ন পরিষদ মাঠে এ ঘটনা ঘটে।

হামলায় আহত মো. শাহজালাল শেখ (৫৫), মো. মহিবুল্লাহ কাজী (৪৫), মো. আব্দুল্লাহ আল মামুন (২০), মো. আমিনুল ইসলাম (২৪), মো. ষবুজ কাজী (২৭), মাও: তাজুল ইসলাম (৪৯), মো. মাহাবুব সরদার (৬২), মো. দেলোয়ার খান (৫৫), মো. তারিকুল ইসলাম (২২), মো. আজিজুল ইসলাম (৩০), মো. রিয়াজুল ইসলাম (২৪) রাত ৮টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার বিষয়ে রাতে মোরেলগঞ্জ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করেন মোরেলগঞ্জ উপজেলা আমীর মাওলানা শাহাদাৎ হোসেন। সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা বলেন, দোয়া অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১২-১৫ জনের একটি দুর্বৃত্তের দল হাতুড়ী, রাম দা, লোহার রড ও দেশীয় ছুরি নিয়ে অতর্কিত হামলা চালায়। তাদের অতর্কিত হামলায় জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের ১১জন নেতা কর্মী ও সমর্থক গুরুতর আহত হন। মাথায় গুরুতর আঘাত পাওয়া মো. শাহজালাল শেখ, মো. মহিবুল্লাহ কাজী, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. আমিনুল ইসলাম কে উন্নত চিকিৎসার জন্য জন্য খুলনা চিকিৎসা নেয়ার পরামর্শ দেন মোরেলগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. নাদিউজ্জামান আকাশ । দুবৃত্তরা বিভিন্ন জায়গায় ওৎ পেতে তিন দফায় হামলা চালায়। প্রশাষনের কাছে দ্রুত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার আহব্বান জানান।

এদিন ইউনিয়ন ভিত্তিক দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন পুটিখালী ইউনিয়ন জামায়াতের আমীর মো. নাজির আহমেদ।

Share this post

PinIt
scroll to top