নারায়ণগড় ও বেলদা এলাকাতে বজ্রাঘাতে মৃত্যু হল তিনজনের।

.jpg

কলকাতা প্রতিনিধিঃ সমরেশ রায় ও শম্পা দাস

আজ ১লা আগস্ট বৃহস্পতিবার, পশ্চিম মেদিনীপুর জেলার, বেলদা ও নারায়ণগড় ব্লক এলাকাতে বজ্রাগাতে মৃত্যু হল তিনজনের, জানা গিয়েছে এদিন ধান জমিতে কাজ করবার সময় হঠাৎ এই প্রবল বৃষ্টি শুরু হয়, বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি চলতে থাকে বজ্রপাত সহকারে, বৃষ্টি হওয়ার পাশাপাশি বজ্রপাত শুরু হলে, সেই সময় জমি থেকে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে অস্বাভাবিক মৃত্যু হল এক মহিলা সহ তিন জনের।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ।, পদ জাগাতে গুরুতর আহত এক মহিলা সহ দুই ব্যক্তিকে তড়িঘড়ি বেলদা super specialist হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য হাসপাতাল থেকে
সংগ্রহ করে বেলদা থানা পুলিশ ।

পাশাপাশি নারায়ণগঞ্জ থানার কাশীপুরের যমুনা গ্রামে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় বাষট্টি বছর বয়সী বৃদ্ধের, পুলিশ জানিয়েছে মৃত বৃদ্ধার নাম চন্দ্র মোহন শিট, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করেছে নারায়ণগঞ্জ থানার।

পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম শকুন্তলা মান্ডি, মৃত ব্যক্তির নাম সমীর হাঁসদা, দুজনের এই বাড়ি বেলা থানার রসুলপুর গ্রামে।

এইরকম ঘটনা ঘটায় এলাকায় শোকের ছায়া নেমে আসে, বজ্রবিদ্যুতে নিমেষেই তিনটি প্রাণীর প্রাণ কেড়ে নিল, বাড়ি ফেরা হলো না।

 

Share this post

PinIt
scroll to top