কয়রায় আমাল ফাউন্ডেশনের প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত

IMG_20240731_124757_1-scaled.jpg

কয়রা প্রতিনিধিঃ অরবিন্দ কুমার মণ্ডল
উপকূলবর্তী অঞ্চল খুলনার কয়রায় আমাল ফাউন্ডেশন ও অস্ট্রেলিয়ান এইড এর সহযোগীতায় সেন্টার ফর ক্লাইমেট স্মার্ট টেকনিক সাসটেইনেবল ফর উইম্যান রি-স্যালাইন প্রকেল্পর সমাপনী অনুষ্ঠান ৩১ জুলাই বেলা ১১ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে জানানো হয়  উপকুলীয় জনপদ কয়রার নারীদের উপর জলবায়ুগত প্রভাব কমাতে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে ২০২৩ সালের আগস্ট মাসে আমাল ফাউন্ডেশন ও অস্ট্রেলিয়ান এইড এর সহযোগীতায় এ প্রকল্প শুরু হয়। যার লক্ষ্য স্থানীয় নারীদের দক্ষতা বৃদ্ধি ও স্মার্ট কৃষি জ্ঞান অর্জনের মাধ্যমে জলবায়ু সহিঞ্চু সম্প্রদায় তৈরী করা। এ প্রকল্পের আওতায় ৬০ জন নারী গতানুগতিক ধারার কৃষি চাষাবাদ ছেড়ে স্মার্ট পদ্ধতিতে ২/৩ শতক জমিতে লাউ, কুমড়া, ধুন্দুল,বরবটি, করলা, শসা, পুঁইশাক, ঝিঙে, মরিচ, ঢেড়স ইত্যাদি সবজির চাষাবাদ করে নিজেদের পারিবারিক চাহিদা মিটিয়ে স্হানীয় বাজারে প্রতি মাসে ৫ শ থেকে ৭ শ টাকার সব্জি বিক্রি করে পরিবারে অর্থনৈতিকভাবে অবদান রেখেছে। এ ছাড়া এ প্রকল্পের মাধ্যমে নারীদের মাঝে কৃষি নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে।

সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী সম্প্রসারন অফিসার মোঃ গোলাম নবী। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আমাল ফাউন্ডশনের ফিল্ড প্রজেক্ট ম্যানেজার মোঃ আজিজুল হক। আরো বক্তব্য রাখেন, মদিনাবাদ দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ শাহাদাত হোসেন, প্রকল্পের প্রশিক্ষক উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার সাধক ঢালী, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, মোঃ কামাল হোসেন, ফরহাদ হোসেন,  শিক্ষক মাওলানা আঃ রহিম, উপকারভোগী সদস্য আছিরা খাতুন, রোজিনা আক্তার রেক্সনা খাতুন প্রমুখ।

Share this post

PinIt
scroll to top