ধর্মতলা ভিক্টোরিয়া হাউস এর সামনে চলছে, একুশে জুলাইয়ের প্রস্তুতি পুরোদমে

-2.jpg

কলকাতা প্রতিনিধিঃ সমরেশ রায় ও শম্পা দাস

আজ ১৮ই জুলাই বৃহস্পতিবার, চলছে ভিক্টোরিয়া হাউস এর সামনে অমর একুশে জুলাই এর প্রস্তুতি, উপস্থিত আছেন সুব্রত বক্সী মহাশয়, যার তত্ত্বাবধানে একুশে জুলাইয়ের প্রস্তুতি চলছে, এছাড়া উপস্থিত আছেন সন্দীপ বক্সী সহ অন্যান্য কাউন্সিল, আর মাঝে দুটো দিন বাকি, মঞ্চে বক্তা থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং, এবং ২১ জনের প্রতি শ্রদ্ধা জানাবেন, তার মধ্যেই শেষ করতে হবে মঞ্চের কাজ, তাই বৃষ্টি হলেও কোন উপায় নাই। ডেকোরেটারদের কাজ চলছে পুরোদমে ভিজে ভিজেই। চলছে ভিজে ভিজেই মাইক বাধার কাজ।

এদিকে প্রশাসনের তরফ থেকে মাঝেমাঝে ই মঞ্চ পরীক্ষা করতে আসছেন বোম স্কোয়াডের অফিসাররা কুকুর নিয়ে, তাহারা মঞ্চ পরীক্ষা করে দেখছেন, উপস্থিত আছেন অন্যান্য প্রশাসনিক বিভাগের অফিসারেরা। ও নেতা-নেত্রীরা।

সকাল থেকেই মাঝে মাঝে ঘন কালো মেঘ করে হঠাৎ বৃষ্টি নেমে আসায় অনেকটাই বাধা পাচ্ছেন ডেকোরেটরের লোকজন, কিন্তু করার কিছু নেই, মঞ্চের কাজ শেষ করতে হবে। এই মঞ্চেই অমর একুশে জুলাই শ্রদ্ধা জানাতে আসবেন, মাননীয় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতা নেত্রী বিধায়ক, সাংসদ থেকে শুরু করে অন্যান্যরা। ভিড় জমাবে সারা দেশ থেকে তৃণমূল কংগ্রেসের সদস্যরা , ভোরে উঠবে ভিক্টোরিয়া হাউস থেকে শুরু করে ডোরিনা ক্রসিং ,ওয়াই চ্যানেল ধর্মতলা নানা স্থান। ভিড় জমার সাথে সাথে বিভিন্ন রাস্তা অবরুদ্ধ হয়ে পড়বে, যান চলাচল বন্ধ হয়ে যাবে,

২১শে জুলাই এর বিশেষ দিনটি,অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন ও সভা প্রতিবছর।

 

Share this post

PinIt
scroll to top