কলকাতা প্রতিনিধিঃ সমরেশ রায় ও শম্পা দাস
আজ ১৮ জুলাই বৃহস্পতিবার, পশ্চিম মেদিনীপুর জেলার গেট বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড , পুড়ে ছাই পাঁচটি দোকান, অগ্নিদগ্ধ হয়ে একটি শিশুর মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
বৃহস্পতিবার ভোর রাতে মেদিনীপুর শহরের গেট বাজারে হঠাৎ এই বিধ্বংসী আগুন লাগে, মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় বাজারে মধ্যে থাকা পাঁচ থেকে ছয়টি দোকান। আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ছুটে আসে এলাকার মানুষ,, এই মুহূর্তে দোকানে থাকা একটি গ্যাস সিলিন্ডার বাস্ট করে শিশুটির গায়ে লাগে। শিশুটিকে সাথে সাথে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসারা মৃত বলে ঘোষণা করেন,
খবর দেওয়া হয় দমকলে ও লোকাল থানায়, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় ২ টি ইঞ্জিন, দমকলের চেষ্টায় আগুন আয়ত্তে আনলেও, ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে।
তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। আগুন নেভানোর কাজ শেষ হলে, দমকল কর্তৃপক্ষ খতিয়ে দেখবেন , তবে শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।