দেশের তথ্য ডেস্কঃ
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সভায় বন্দুক হামলা হয়েছে। এতে রক্তাক্ত হয়েছেন তিনি। ট্রাম্পের ওপর বন্দুক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেন বলেন, আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। রোববার (১৪ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামলার প্রতিক্রিয়ায় বাইডেন বলেন, এই ধরনের সহিংসতার কোনো স্থান আমেরিকাতে নেই। এটি জঘন্য হামলা।
তিনি বলেন, আমরা এমন ঘটনা ঘটতে দিতে পারি না। আমরা এমন হতে পারি না, আমরা এটিকে ক্ষমা করতে পারি না।
বাইডেন বলেন, আমি নিশ্চিত করতে চাই যে আমাদের কাছে সমস্ত তথ্য রয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্সিগুলো বন্দুক হামলার ঘটনায় তদন্তে কাজ করছে।
তিনি বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। ট্রাম্প বর্তমানে ডাক্তারের কাছে রয়েছেন। আশা করি সুস্থ হয়ে উঠবেন।
এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পের নির্বাচনী সভায় বন্দুক হামলা হয়। এতে আহত হন ট্রাম্প। এ ঘটনায় হামলাকারীসহ ২ জন নিহত হন। এ ছাড়া অপর এক আরেকজন গুরুতর আহত হন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার পরপরই তাকে দ্রুত পাশে থাকা একটি গাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার প্রচার শিবির জানিয়েছে, রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সুস্থ আছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।