জুন,২০২৪ খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হ‌লেন মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।

.jpg

সাতক্ষীরা প্রতিনিধিঃ শেখ ফারুখ

রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, খুলনা’র কনফারেন্স রুমে ১৩ জুলাই ২০২৪ তারিখে খুলনা রেঞ্জের অভিভাবক সম্মানিত ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে জুন/২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় জুন/২০২৪ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের “শ্রেষ্ঠ জেলা”- সাতক্ষীরা জেলা ,”শ্রেষ্ঠ সার্কেল”- জনাব মীর আসাদুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সাতক্ষীরা জেলা, “শ্রেষ্ঠ থানা”-জনাব মোঃ রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, কলারোয়া থানা, সাতক্ষীরা এবং “শ্রেষ্ঠ এসআই”- জনাব মোঃ শাহাদাত হোসেন, এসআই (নি:), কলারোয়া থানা, সাতক্ষীরা নির্বাচিত হয়।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় জুন/২০২৪ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের “শ্রেষ্ঠ জেলা” নির্বাচিত হয় জেলা পুলিশ, সাতক্ষীরা । খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মঈনুল হক বিপিএম (বার), পিপিএম সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর সাতক্ষীরা “শ্রেষ্ঠ জেলা” হওয়ায় সম্মাননা প্রদান ক‌রেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নওরোজ হাসান তালুকদার, কম্যান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, খুলনা, মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), জয়দেব চৌধুরী, বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), মোঃ হাসানুজ্জামান, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) খুলনা রেঞ্জ সহ খুলনা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা রেঞ্জর সকল জেলার পুলিশ সুপার গণ।

Share this post

PinIt
scroll to top