জন্মনিয়ন্ত্রণ অপারেশন করতে গিয়ে মৃত্যু হল, আইসিডিএস এক মহিলা কর্মীর।

f610c185-8b93-4ab2-8387-f1fbcb71b826.jpg

কলকাতা প্রতিনিধিঃ শম্পা দাস ও সমরেশ রায়

আজ ১৩ ই জুলাই শনিবার, পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কাকটিয়া এলাকায়, জানুবসান স্বাস্থ্য কেন্দ্রে অপারেশন করতে গিয়ে মৃত্যু হল আইসিডিএস এক মহিলা কর্মীর, এই নিয়ে ময়নাতদন্তের দাবি তুলেছেন তার স্বামী,

জানা যায় সরকারিভাবে জন্মনিয়ন্ত্রণ করার জন্য, বিভিন্ন এলাকায় সরকারি উদ্যোগে স্বাস্থ্য কর্মীরা বাড়িতে গিয়ে দুই সন্তান অথবা অধিক সন্তান থাকলে , তাদের বিনামূল্যে লাইগেশন করানো হবে এমনটাই জানিয়ে ছিলেন।

এরপর সমস্ত তথ্য সংগ্রহের পর, জেলা জুড়ে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের জন্ম নিয়ন্ত্রণ লাইগেশন অপারেশন করা হয়। সেইমতো তমলুক থানার সায়রা গ্রামের বাসিন্দা রেবতী সামন্ত ,বয়স ৩৭ বছর আইসিডিএস কর্মী। কাকটিয়া জানু বসান স্বাস্থ্য কেন্দ্রে অপারেশন করার আগে এনাস্তিসিয়া ইনজেকশন দেয়ার পরই অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা ,তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় পূর্ব মেদিনীপুর কলেজে।। তবে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মেডিকেল কলেজে আনার সময় মৃত্যু হয় এমনটাই অভিযোগ করেন ,মৃতার স্বামী বিমলেন্দু সামন্ত।।

তিনি আরো অভিযোগ করেন, পরিকাঠামো না থাকা সত্ত্বেও এক সঙ্গে এতজনের লাইগেশন এর অপারেশন হয় কি করে? এ বিষয়ে তমলুক থানায় অভিযোগ জানাবেন এবং তার স্ত্রীর ময়নাতদন্তের দাবি করেন।।

ঘটনার খবর পাওয়ার সাথে সাথে তার আত্মীয়-স্বজনেরা তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভিড় জমায়, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ বাহিনীসহ পুলিশ আধিকারিক, স্বামী অভিযোগ করেন অবিলম্বে ডাক্তারের শাস্তি চাই।। হসপিটালের সামনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এছাড়াও বলেন মৃতার স্বামী বলেন ,আর যেন আমার পরিবারের লোকের মতো অন্য কারো না ক্ষতি হয়।

Share this post

PinIt
scroll to top