কলকাতা প্রতিনিধিঃ শম্পা দাস ও সমরেশ রায়
আজ ১১ জুলাই বৃহস্পতিবার, ঠিক বিকেল পাঁচটায়, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক অভিনব অনুষ্ঠান করলেন, ভগবান জগন্নাথের সেবক এবং লক্ষ্মী দেবীর সেবকদের মধ্যে একটি বড় লড়াই হল।
ইতিমধ্যে পাঁচ দিন হয়ে গেছে এবং ভগবান জগন্নাথে ফিরে আসার কোন খবর নাই, ভগবান জগন্নাথ ,তার ভাই এবং বোনের সাথে লক্ষী দেবীকে শ্রীমন্দিরে একা রেখে যাত্রার জন্য যান।
জানা যায়, এবার রথযাত্রার দিন ভগবান জগন্নাথের রথ ভেঙে যাওয়ায় ,ক্রেন ব্যবহার করে বিগ্রেডে আনতে হয়। তাই সবাই মনে করেন লক্ষী দেবী এবার সত্যিই রেগে গেছেন।
ক্রোধে লক্ষ্মী দেবী পালকিতে চড়ে তার ভৃত্তদের নিয়ে মাসি বাড়িতে যাবেন এবং ভগবান জগন্নাথের রথের চাকা ভেঙে দেবেন দুই পক্ষের চাকরদের মধ্যে চলল লড়াই, কিছুক্ষণ বাদে রথের চাকা ভেঙে লক্ষী দেবী ফিরে গেলেন। এই লড়াই দেখার জন্য অগণিত ভক্ত জমা হন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।
লক্ষ্মী দেবীকে বাজনা বাদ্যি সহকারে কাঁধে নিয়ে, জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথের চতুর্দিক সহ সারা মেলা প্রাঙ্গণ ঘুরালেন এবং মন্দিরে নিয়ে যাওয়ার পর বইয়ের মধ্যে লড়াই লড়াই শুরু হয়। চলল সারাক্ষণ উলুধ্বনি, একদিকে জয় জগন্নাথ অন্যদিকে জয় লক্ষী দেবীর জয়।
রথযাত্রার প্রথম দিনে জগন্নাথের রথ বিগড়ে যাওয়ায়, ভক্তদের মন অনেকটাই হতাশ হয়েছিল, আজ লক্ষী দেবীকে পেয়ে সবাই উল্লাসিত এবং উলুধ্বনিতে ভরিয়ে তুললেন ব্রিগেড প্যারেড মাঠ, শুধু তাই নয় লক্ষী দেবীকে বিভিন্ন উপকরণ দিয়ে পুজো করলেন। এই মেলা চলবে ১৫ ই জুলাই পর্যন্ত। ফিরে যাবেন জগন্নাথ বলরাম সুভদ্রা।