দেশের তথ্য ডেস্কঃ
খুলনায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ধারালো অস্ত্রের আঘাতে শেখ মুজিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর স্ত্রী পুষ্প বেগম (৩৮) ও তার ছেলে হাফেজ মোঃ মিরাজুল ইসলাম (১৮) গুরুতর আহত হন। আহতের অবস্থা আশঙ্কাজনক। অস্ত্রের আঘাতে তাদের হাত, গলা ও শরীবের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (১০ জুলাই) রাত ৯টার দিকে জেলার ফুলতলা উপজেলার উপজেলার খানজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে এ ব্যাপারে বিস্তারিত এখনো জানা যায়নি। ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
নিহত মুজিবুর রহমান খানজাহানপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সাংবাদিকরা জানান, মুজিবুর রহমানের সঙ্গে তাঁর আপন ভাইয়ের ছেলে আশরাফুল আলম ওরফে কুতুব উদ্দিনের দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার রাতে তারই ধারাবাহিকতায় বাকবিতণ্ডার এক পর্যায়ে কুতুব উদ্দিন দেশীয় হাসুয়া নিয়ে মজিবুর রহমানকে কোপাতে শুরু করে। মজিবুরের স্ত্রী ও ছেলে তাকে ঠেকাতে গেলে কুতুব উদ্দিন তাদেরও কুপিয়ে আহত করে। ঘটনাস্থলেই মুজিবুরের মৃত্যু হয়। আহতদের আত্ম চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে আশরাফুল আলম পালিয়ে যায়। স্থানীয়রা আহতের নিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে ।