লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ১৫ দোকান

1720673281-3caafd2279423a698fd48187619ab430.jpg

দেশের তথ্য ডেস্কঃ

লক্ষ্মীপুরের সদর উপজেলার মজুচৌধুরীরহাটে আগুনে পুড়ে গেছে ১৫ টি দোকান। বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মজুচৌধুরীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাতের খবর এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজের পরপরই বাজারের দক্ষিণ পাশে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরমধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ১৫ টি দোকান পুড়ে গেছে।

এদিকে আগুন ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ফায়ার সার্ভিসের আসতে দেরি হওয়াকে দায়ী করছেন দুইজন ব্যবসায়ী ও স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান স্বপন।

চররমনী মোহন ইউপি সদস্য আব্দুর রহমান স্বপন জানান, ফায়ার সার্ভিসকে জানানোর এক ঘণ্টাপর তারা এসেছে। অথচ ফায়ার সার্ভিস কার্যালয় থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র ১১ কিলোমিটার। এছাড়া যোগাযোগ ব্যবস্থাও উন্নত।

তাদের আসতে দেরি করার কারণেই আগুন ছড়িয়ে গেছে। সময়মতো আসলে হয়তো ৫-৬ টির বেশি দোকান পুড়তো না।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল মান্নান বলেন, ‘আমরা ৬টা ২০ মিনিটে জেনেছি। এর মধ্যেই আগুন ছড়িয়ে পড়েছে। আমাদের তিন টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

Share this post

PinIt
scroll to top