যশোর জেলার কোতয়ালী মডেল থানা এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক কারবারি রেজাউল (৫০)’কে গ্রেফতার করেছে রেব-৬।

20240708_230455-scaled.jpg

দেশের তথ্য ডেস্কঃ

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক ও দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

 

যশোর জেলার কোতয়ালী মডেল থানার মামলা নং- ১৯৩, তারিখ- ২৮ ফেব্রুয়ারি ২০১৭, মাদকদ্রব্য নিয়ন্ত্রন মামলার আসামী মোঃ রেজাউল ইসলাম (৫০) এর বিরুদ্ধে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির বিচারিক কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামী মোঃ রেজাউল ইসলাম (৫০) এর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় বিজ্ঞ আদালত গত ইং ০৭/০৭/২০২৪ তারিখ আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন এবং উক্ত গ্রেফতারি পরোয়ানা মূলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের জন্য যশোর জেলা পুলিশকে দায়িত্ব প্রদান করেন। র‌্যাব-৬, যশোর ক্যাম্প উক্ত পরোয়ানা সম্পর্কে অবহিত হয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সূত্র হতে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় ইং ০৮/০৭/২০২৪ তারিখ সময় আনুমানিক ১৮.০৫ ঘটিকায় র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ রেজাউল ইসলাম (৫০) যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন জামতলা ভেকুটিয়া এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ইং ০৮/০৭/২০২৪ তারিখ সময় আনুমানিক ১৮.৩৫ ঘটিকায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ রেজাউল ইসলাম (৫০), পিতা- মৃত শেখ ইদ্রিস আলী, সাং- বড় ভেকুটিয়া, থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর’কে গ্রেফতার করে।

 

পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামী’কে যশোর জেলার কোতয়ালী মডেল থানার নিকট হস্তান্তর করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top