বাগেরহাটের চিতলমারীতে শ্রী শ্রী তারক সেবা সংঘের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত ৮ টায় চিতলমারী শ্রী শ্রী তারক সেবা সংঘের সাধারণ সম্পাদক বাবুল ব্রহ্মের বাস ভবনে এ মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি বরেন্দ্রনাথ ব্রহ্মের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাটের কোদালিয়া ধামের অধ্যক্ষ ভরত গোসাই।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ধর্মালোচক ও শেরে বাংলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক চন্দ্র শেখর মিস্ত্রী, পঞ্চপল্লী তারক সেবা সংঘের উপদেষ্টা রবীন্দ্রনাথ রায়, চারিপল্লী তারক সেবা সংঘের সাধারণ সম্পাদক উজ্জল অধিকারী, চিতলমারী তারক সেবা সংঘের সহ-সভাপতি শিশির রঞ্জন বোস, কোষাধ্যক্ষ সুশান্ত রায়সহ অনেকে। অনুষ্ঠানে ধর্মীয় সংগীত পরিবেশন করেন মতুয়া মনিকা রায়, কথা ব্রহ্ম, বিজলী বিশ্বাস প্রমুখ। সভায় বিভিন্ন এলাকার তারক সেবা সংঘের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।