কলকাতা প্রতিনিধিঃ সমরেশ রায় ও শম্পা দাস
আজ ৬ই জুলাই শনিবার, রথযাত্রা উপলক্ষে রথ ও জগন্নাথ নিয়ে বসেছে বিক্রেতারা, কিন্তু রথ কিনতে এসে ক্রেতাদের মাথায় হাত, এতটাই জিনিসের দাম, পছন্দ হলেও কিনতে গিয়ে থমকে পরছেন। দাম শুনে, হচ্ছে বাড়ির শিশুদের মন ভার, পছন্দের জিনিস না পেয়ে, কিন্তু কোনো উপায় নায় , পছন্দ হলেও, কোনো ভাবে বুঝিয়ে কিনে দিতে হচ্ছে সাদ্ধের মধ্যে একটা রথ, বৎসরে একটা দিন আসে রথ উৎসব , তাই ছোটদের একটু আনন্দ দিতেই বাধ্য হয়ে কনতে হচ্ছে।
ক্রেতারা জানালেন, যে রথ আগের বছর ৩০০ টাকায় কিনেছিলাম, সেই রথের দাম ৬০০ থেকে ৭০০ টাকা, যেটা ৫০০ টাকা ছিলো সেটা ৮০০ থেকে ১০০০ টাকা, ঠিক ঠাকুর কিনতে গিয়েও একি হাল, হচ্ছে ক্রেতাদের।
বিক্রেতারা জানালেন, আমাদের কিছু করার নাই, আমরা যেমন কিনতে পরে , আমরা বিক্রি করতে বাধ্য হচ্ছি, কিনতে গিয়ে আমরাও অসুবিধায় পরেছি, কারিগর রা জানালেন প্রতি বছর জিনিসের যা দাম বেরে চলেছে দাম না বাড়ালে আমরা পোষাতে পারবো না, বাধ্য হই দাম বাড়াতে। প্রতিটি বাজারে চলছে দাম কষাকষি ক্রেতাদের শহীদ বিক্রেতাদের ,প্রতিটি বাজারেই একই অবস্থা