দিঘলিয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মিছিলের সচেতনামূলক সভা

449654898_702075712047397_2302675424872238833_n.jpg

 দিঘলিয়া (খুলনা) প্রতিনিধিঃ শেখ শামীমুল ইসলাম

দিঘলিয়া উপজেলার আডিএন সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে জলবায়ু জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মিছিলের আয়োজনে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৪ জুলাই) দিঘলিয়া উপজেলার আরডিএন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুয়েল হাওলাদারের সভাপতিত্বে ও আলোর মিছিলের মহিলা বিষয়ক সম্পাদিকা শাহিনুর আক্তার রাণীর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রকৃতি, জলবায়ু জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মিছিলের আয়োজনে অনুষ্ঠিত এ সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুন সমাজ সেবক ও আলোর মিছিলের উপদেষ্টা মোল্যা মাকসুূদুল ইসলাম ও সিনিয়র স্বেচ্ছাসেবী সদস্য সৈয়দ শাহজাহান। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, “আগামীর পৃথিবীকে আরও সুন্দরভাবে গড়ে তোলার জন্য প্রকৃতি, জলবায়ু ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীরা এসব বিষয়ে সচেতন হলেই একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।

তাছাড়া তিনি বক্তব্যের একপর্যায়ে আলোর মিছিলের শিক্ষার্থীদের মাঝে এই সচেতনামূলক সভাগুলো মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে করার আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে আরও সচেতনতামূলক আলোচনা পেশ করেন আলোর মিছিলের সভাপতি শেখ তারেক, দপ্তর সম্পাদক সজল কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহীনুর আক্তার রানী। ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন পরিচ্ছন্ন দিঘলিয়ার সভাপতি শেখ রিয়াজ, দিঘলিয়া উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা শেখ আল-আমিন, সাধারন সম্পাদক মোঃ রাতুল প্রমুখ।

ওই সভার মাধ্যমে শিক্ষার্থীরা প্রকৃতি, জলবায়ু ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জানতে পেরেছে বলে শিক্ষার্থীরা সতঃস্ফুর্ত মন্তব্য প্রকাশ করে। এসময় আলোর মিছিলের পক্ষ থেকে শিক্ষার্থীদের বৃক্ষ রোপনে উদ্ভুদ্ধ করতে ফলজ চারা উপহার প্রদান করা হয়। পরিবেশ বিপর্যয় রোধে বৃক্ষ রোপন ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। তাই বৃক্ষ রোপনে সমাজের সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান বক্তাগণ।

Share this post

PinIt
scroll to top